জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনতেন্দো সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘পোকেমন গো’ মোবাইল গেম উন্মোচন করেছে । এতে কয়েক দিন ধরে পুরো বিশ্ব মশগুল পোকেমনে ।
পোকেমন গো ট্রেজার হান্ট ঘরানার গেম। এতে থাকা অগমেন্টেড রিয়েলিটি (এআর) ভার্চুয়াল ও বস্তুজগতে সংমিশ্রণ ঘটাবে। চালুর দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ৫ শতাংশের বেশি ডিভাইসে এ গেম ইনস্টল হয়েছে বলে জানিয়েছে ওয়েব বিশ্লেষক ফার্ম সিমিলার ওয়েব।
অ্যান্ড্রয়েড ফোনে ডেটিং অ্যাপ টিন্ডারের চেয়েও পোকেমন গো ইনস্টল হচ্ছে বেশি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহারকারীদের মধ্যেও এ গেম উপভোগ বাড়ছে। গেমাররা দিনে গড়ে ৪৩ মিনিট পোকেমন গোর পেছনে সময় দিচ্ছেন। সময় ব্যয়ের এ হিসাব ছাড়িয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইস্টাগ্রামকেও, জানাচ্ছে সিমিলার ওয়েব। পোকেমন গোর প্রভাব পড়ছে মার্কিন মুলুকেও। সোমবার যুক্তরাষ্ট্রে নিনতেন্দোর শেয়ারের দাম নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গেমটি উন্মোচন হয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। জাপানসহ গেমিংয়ের অন্য বাজারে পোকেমন গো ছাড়া হবে শিগগিরই।
এদিকে সোমবারও নিনতেন্দো কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। অবশ্য এতে আশ্চর্যের কিছু নেই। বিনিয়োগকারীরাও নিনতেন্দোয় বিনিয়োগ করছেন। সেই সুবাদে মাত্র দুদিনেই কোম্পানির বাজারমূল্য পৌঁছেছে ৭৫০ কোটি ডলারে।