অনলাইন লেনদেন সেবাকে আরও সুরক্ষিত করতে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এবার চালু করছেন সেলফি বিল পে। এর মাধ্যমে গ্রাহক পণ্য কিনতে বা অন্য যেকোনো বিল পে করতে পাসওয়ার্ডের বদলে নিজের সেলফি তোলার মাধ্যমে সে অনুমোদন পাবে। সেলফি তুলে বিল পরিশোধ করার এই পদ্ধতি চালু করতে ইতিমধ্যেই পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
স্কাইনিউজ থেকে জানা যায়, নতুন এই সেলফি পে সার্ভিস মানুষকে অনলাইনে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আরও বেশি নিরাপত্তা প্রদান করবে। এতদিন যাবত সুরক্ষার জন্য বহুল প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থা চালু রয়েছে তা চুরি করা বা আবিষ্কার করা সম্ভব। তবে, ছোট পর্দার ডিভাইসে মানুষের বড় আঙ্গুলের মাধ্যমে পাসওয়ার্ড টাইপ করাও অনেকটাই ঝামেলার। আর পাসওয়ার্ড টাইপ করার সময় নিজের বন্ধুবান্ধবের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেওয়াটাও কিছু কিছু সময় বিব্রতকর।
এসকল সমস্যার সমাধান করতে সেলফি পে চালু করার উদ্যোগ নিয়েছে অ্যামাজন। নতুন এই সেলফি পে বর্তমানে প্রচলিত ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার থেকেও সুরক্ষিত হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। কারণ, ওই সফটওয়্যারে ক্যামেরার সামনে ব্যবহারকারীর একটি ছবি ধরে তাকে বোকা বানানো সম্ভব। কিন্তু সেলফি পে তে সেই সুযোগ থাকছেনা। এই সার্ভিসে গ্রাহক পরপর দুটি সেলফি তুলবে এবং সেগুলো কম্পিউটারের মাধ্যমে মিলিয়ে দেখা হবে। আর এই সেলফিতে গ্রাহক হাসতে, চোখ টিপ দিতে এমনকি মাথা নাড়াতেও পারবে।
গত বছরের অক্টোবরেই এই সেলফি পে সার্ভিসের জন্য অ্যামাজন পেটেন্ট আবেদন করলেও খুব সম্প্রতিই সেটি প্রকাশ পায়। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে সেলফি পে চালু শুরু করেছে।