পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে। আমাদের বাংলাদেশে যেমন আছে জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার, জাতীয় মাছ – ইলিশ, জাতীয় পাখি – দোয়েল, জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক। এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”। প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিত হই তাদের সাথে
৮১। Mauritius
- ডোডো পাখি Dodo
ডোডো পাখির ইতিহাস কমবেশি সকলেরই জানা। শিকারিদের নিষ্ঠুরতা অনেকদিন আগেই পৃথিবীর বুক থেকে এদের বিলুপ্ত করে দিয়েছে।
৮২। মেক্সিকো
- সোনালী ঈগল (Golden Eagle)

Xoloitzcuintli (এক প্রকার কুকুর)
Chihuahua (এক প্রকার কুকুর)
ঘাস ফড়িং বা (Grasshopper)
জাগুয়ার (Jaguar)
Vaquita (বাংলা নাম জানা নাই)
সামুদ্রিক কাছিম বা কচ্ছপ (Green turtle)
৮৩। মলদোভা
- Aurochs (বাংলা নাম জানা নেই)

সর্ব শেষ ইউরোপে দেখা গেছে, ১৬২৭ সাল নাগাদ বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতিটি পৃথিবীর বুক থেকে।
৮৪। মোনাকো Monaco
- ইউরোপীয়ান সজারু (European Hedgehog)

ইউরোপিয়ান খরগোস (European Rabbit)
গেছো ইঁদুর (Wood Mouse)
৮৫। মরক্কো Morocco
- সিংহ (Barbary lion)

সিংহের এই প্রজাতীটি বিলুপ্ত হয়ে গেছে বন থেকে।
৮৬। মায়ানমার
- বাঘ (Tiger)

৮৭। নেমিবিয়া
- Oryx (বাংলা নাম জানা নেই)

৮৮। Nauru
- Great Frigatebird (বাংলা নাম জানা নেই)

৮৯। নেপাল Nepal
- গরু (Cow)

৯০। নেদারল্যান্ডস
- সিংহ Lion

বি.দ্র. : যে সমস্ত প্রাণীগুলির বাংলা নাম আমার জানা নাই, আপনারা কেউ জানলে শেয়ার করবেন দয়াকরে।
আরো দেখুন-
বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ (১ম পর্ব) # (২য় পর্ব) # (৩য় পর্ব) # (৪র্থ পর্ব) # (৫ম পর্ব) # (৬ষ্ঠ পর্ব) # (৭ম পর্ব) # (৮ম পর্ব)
হ্যালো ভাইয়া এই আপনি এই ধারাবাহিক পোষ্টটার আর কত পর্বের করবেন। এতো প্রাণীর নামতো আমার মনে থাকে না। হি! হি!
যতক্ষণ পর্যরাত জিম্বাবুয়ের প্রাণীদে না দেখছেন, ততোক্ষণ চলবে…….