পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে। আমাদের বাংলাদেশে যেমন আছে জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার, জাতীয় মাছ – ইলিশ, জাতীয় পাখি – দোয়েল, জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক। এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”। প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিত হই তাদের সাথে
১০১। পেরু Peru
- Vicuña (বাংলা নাম জানা নেই)

- Andean cock-of-the-rock (বাংলা নাম জানা নেই)

১০২। ফিলিপাইন Philippines
- Carabao (বাংলা নাম জানা নেই)

- ফিলিপাইনি ঈগল (Philippine Eagle)

- Bangus (বাংলা নাম জানা নেই)

১০৩। পোল্যান্ড
- সাদা ঈগল (White Eagle)

- Wisent (বাংলা নাম জানা নেই)

- সাদা সারস (White Stork)

১০৪। পর্তুগাল
- মোরগ (Barcelos Cock)

- নেকড়ে (Iberian Wolf )

১০৫। Puerto Rico
- গেছো ব্যাঙ (Coquí)

১০৬। Qatar
- Oryx (বাংলা নাম জানা নেই)

১০৭। রোমানিয়া
- Lynx (বিড়াল জাতীয় প্রাণী)

১০৮। রাশিয়া
- রাশিয়ান ভালুক Russian Bear

- ঈগল Eagle

১০৯। রাওয়ান্ডা Rwanda
- আগফ্রিকান লেপার্ড (African Leopard)

১১০। সাওদিয়া আরব Saudi Arabia
- এ্যারাবিয়ান ঘোড়া (Arabian horse)

- এ্যারাবিয়ান নেকড়ে (Arabian Wolf)

- এ্যারাবিয়ান লালচেশিয়াল (Arabian Red Fox)

- উট (Camels)

বি.দ্র. : যে সমস্ত প্রাণীগুলির বাংলা নাম আমার জানা নাই, আপনারা কেউ জানলে শেয়ার করবেন দয়াকরে।
আরো দেখুন- বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ (১ম পর্ব) # (২য় পর্ব) # (৩য় পর্ব) # (৪র্থ পর্ব) # (৫ম পর্ব) # (৬ষ্ঠ পর্ব) # (৭ম পর্ব) # (৮ম পর্ব) # (৯ম পর্ব) # (১০ম পর্ব)
মরুভূমির জলদস্যু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, বিভিন্ন দেশের অজানা জাতীয় পশুর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য। পরের পোস্ট টির অপেক্ষাতে থাকলাম।
ধন্যবাদ রিয়াজুল ভাই। আর হয়তো ২/৩টি পর্ব লাগবে সিরিজটি শেষ হতে।
ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন …