পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে। আমাদের বাংলাদেশে যেমন আছে জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার, জাতীয় মাছ – ইলিশ, জাতীয় পাখি – দোয়েল, জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক। এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”। প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিত হই তাদের সাথে
৯১। New Caledonia
- Kagu (এক ধরনের পাখি, নাম জানি না)

৯২। নিউজিল্যান্ড
- কিউঈ পাখি (Kiwi )

৯৩। নাইজেরিয়া
- ঈগল (Eagle)

৯৪। Nicaragua
- Turquoise-browed Motmot (বাংলা নাম জানা নেই)

৯৫। নরওয়ে
- চমরি গাই (Elk)

আসলে একপ্রকার বড় আকারের হরিণ
৯৬। পাকিস্তান
- Markhor (বাংলা নাম জানা নেই)
খুব বেশি সম্ভব পাহাড়ি ছাগল
- Chukar (বাংলা নাম জানা নেই)

- শুশক (Indus River Dolphin) মিটাপানির ডলফিন

- কুমির (Mugger Crocodile)

- Mahasher (বাংলা নাম জানা নেই)
- Bufo stomaticus (ব্যাঙ)

৯৭। প্যালেস্টাইন
- Palestine Sunbird (বাংলা নাম জানা নেই)

৯৮। পানামা
- ঈগল (Harpy Eagle)

৯৯। Papua New Guinea
- Birds of Paradise (বাংলা নাম জানা নেই)

১০০। প্যারাগুয়ে Paraguay
- শিয়াল (Pampas Fox)

বি.দ্র. : যে সমস্ত প্রাণীগুলির বাংলা নাম আমার জানা নাই, আপনারা কেউ জানলে শেয়ার করবেন দয়াকরে।
আরো দেখুন- বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ (১ম পর্ব) # (২য় পর্ব) # (৩য় পর্ব) # (৪র্থ পর্ব) # (৫ম পর্ব) # (৬ষ্ঠ পর্ব) # (৭ম পর্ব) # (৮ম পর্ব) # (৯ম পর্ব)
আমাদের সাথে অজানা বিষয় গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ মরুভূমির জলদস্যু ভাই কে।
ঝিঁঝিঁ পোকার বাগানে গেলে তো বিপদ, কখন যে মরুভূমির জলদস্যু ধরে বসে…… তারপরও না গিয়ে থাকতে পারলাম না …… চমৎকার হয়েছে।
ধন্যবাদ রিয়াজুল ভাই।
ঝিঁঝি পোকার নতুন করে সাজানোর কাজ চলছে। আশা করি কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
অপেক্ষা তে থাকলাম …