শিক্ষা গ্রহনের ধরন দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। পাবলিক লাইব্রেরীতে গিয়ে মোটা মোটা বইয়ের মাঝে ডুবে থাকার চাইতে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটকে শিক্ষা গ্রহনের কাজে লাগাচ্ছে শিক্ষার্থীরা। এতে করে একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, তেমনি অন্য দিকে হাতের কাছেই পাওয়া যাচ্ছে বিভিন্ন শিক্ষা উপকরন। উইকিপিডিয়ার মত তথ্যবহুল সাইটগুলো সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। তবে জনপ্রিয় সাইটগুলোর পাশাপাশি আরও অনেক ছোট-বড় সাইট এবং টুল রয়েছে যেগুলো শিক্ষার্থীদের কাজে লাগার মত। এমনই ৮টি টুলস নিয়ে এই পোস্ট।
Foldit
Fold.it মূলত একটি শিক্ষা উপকরনের পাশাপাশি একটি মজার খেলা। প্রোটিনকে আরো ভাল ভাবে বুঝার ক্ষেত্রে এটি শিক্ষার্থী এবং গবেষকদের সহায্য করবে। পূর্বের বর্ননা অনুযায়ী প্রটিন মলিকিউল করাই এই টুলের কাজ।
Dynamic Periodic Table
ডায়নামিক পিরিয়ডিক টেবিল বিভিন্ন রাসায়নিক উপাদানকে আলাদাভাবে শিখতে সাহায্য করে। এছাড়াও এগুলোকে বিভিন্ন গ্রুপ এবং এগ্রেগেট স্টেটে হাইলাইট করা যাবে। যেকোন একটি উপাদান অথবা গ্রুপে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতা সহ একটি উইন্ডো খুলে যাবে।
Mathway
গাণিতিক কোন সমস্যায় পড়েছেন ? সমাধান এখন একদম সোজা। Mathway তে গিয়ে Enter Problem বক্সে আপনার প্রবলেম স্টেটমেন্টটি লিখে সাবজেক্ট নির্বাচন করুন। তারপর Answer বাটনে ক্লিক করুন। সমস্যার সমাধানের পাশাপাশি যেসব ধাপ অনুসরন করা হয়েছে সেগুলোও দেখিয়ে দেয়া হবে 😀
SpeedCrunch
এটি একটি শক্তিশালী ডেস্কটপ ক্যালকুলেটর। বিভিন্ন গানিতিক সমস্যা সমাধানে এর রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী।
LiveMocha
ভাষা শেখার জন্য এটি একটি সোশ্যাল নেটওয়ার্ক। এখানে আপনি নিজে একটি ভাষা শেখার পাশাপাশি আপনার নিজের ভাষা শিখতে অন্যদের সাহায্য করতে পারেন।
VerbaLearn
ইংরেজী ভাষার শব্দ শেখার ক্ষেত্রে এটি সাহায্য করতে পারে। এটি আপনার অগ্রগতি এবং দূর্বলার রেকর্ডও সংরক্ষন করবে।
Daily Writing Tips
আপনার লেখার দক্ষতা বৃদ্ধিতে এই ব্লগটি যথেস্ট সহায়ক হবে। এছাড়াও এটি বিভিন্ন ইংরেজী শব্দ এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে। গ্রামার শেখার জন্য এখানে একটি ফ্রী ই-বুক পাবেন।
wePapers
এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার নিজের জ্ঞান শেয়ার করতে পারবেন। অন্যদের প্রদান করা শিক্ষা উপকরন আপনি পড়তে পারবেন এবং আপনার প্রদান করা উপকরন অন্যরা পড়তে পারবে।
সব গুলোই কাজের জিনিস বিশেষ করে ইংরেজি শিক্ষার গুলো
Mathway টা দারুন !! অংক করতে আর প্রাইভেট টিউটর লাগবে না 😀
প্রাইভেট টিউটরের টাকাটা তাইলে আমারে দিয়েন 😉
জটিল পোস্ট | ক্যালকুলেটরের সফটটা আমর কাছে অনেক ভালো লাগছে | লেখক কে ধন্যবাদ |
হুম.. ঠিক কথা
Mathway টা আসলেই দারুন! ধন্যবাদ ভাইয়া ^_^
I’ve a pair of sites a single distinct my private too as the extra that’s our college web site.I’ll release a couple of portion inside the college weblog.Hope you typically don’t head
বিজ্ঞান, গণিত এবং ভাষা শিক্ষার্থীদের জন্য ৮টি অনলাইন এবং ডেস্কটপ টুলস : বিজ্ঞান ☼ প্রযুক্তি
ywhwrdeqxc http://www.geh7l4civm340q513m1715c5q7jcss20s.org/
[url=http://www.geh7l4civm340q513m1715c5q7jcss20s.org/]uywhwrdeqxc[/url]
aywhwrdeqxc
Would you like to improve your fashion sense? Does this seem like a daunting task? If that sounds familiar, this article has a few great ideas that can help you understand everything about fashion. Once you master the basics, you should creatively apply your own personal flair. Knowledge is power, and that applies to fashion too!
Louis Vuitton Outlet
Illinois State Treasurer Alexi Giannoulias
Christian Louboutin Bianca Paillette
を置いた。母親は、腕捲りして、薔薇(ばら)いろの掌を差出して手品師のように、手の裏表を返して子供に見せた。それからその手を言葉と共に調子づけて擦(こす)りながら云った。「よくご覧、使う道具は、みんな新しいものだよ。それか