বিজ্ঞানী মানেই নতুন কিছুর সন্ধানদাতা। নিত্য নতুন আবিষ্কার ও তথ্যদানের মাধ্যমে তারা আমাদের সবসময় উপকৃত করেন। কিন্তু এই বিজ্ঞানীরাই যদি তাদের আবিষ্কারকে ব্যবসায় রুপান্তরিত করে আয় করেন? আজকে এমনই তিনজন নারী উদ্যোক্তার কথা বলছি যারা তাদের আবিষ্কারকে আরো উন্নত করছেন এবং নিজেদেরকে অন্যান্য নারীদের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করছেনঃ
১) নিনা ট্যান্ডনঃ
Epibone নামক প্রতিষ্ঠানের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা লিসা ট্যান্ডন হচ্ছেন একজন টিস্যু প্রকৌশলী। অর্থাৎ, মানব শরীরের টিস্যু নিয়েই তার কাজ কারবার। অপারেশন ছাড়াই ঔষধের মাধ্যমে মুখমন্ডল বা শরীরের অন্যান্য টিস্যু নতুন করে রি-ফর্ম (পুনর্গঠন) করা যায়, তা নিয়েই কাজ করছেন তিনি।

২) রানা এল কালিউবিঃ
ইজিপ্টে জন্ম রানা এল কালিউবির বর্তমান মিশন হচ্ছে মানুষের আবেগকে কি করে প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করা যায় তা নিয়ে। কম্পিউটার ও স্মার্টফোনের ক্যামেরায় কি করে মানুষের অভিব্যক্তি ধরা পরে তাই নিয়ে কাজ করছেন তিনি।
এল কালিউবি বর্তমানে ম্যাসাচুসেটসের প্রতিষ্ঠান Affectiva-তে কাজ করছেন।

৩) ক্লেয়ার গর্মলেঃ
ক্লেয়ার “গেম চেঞ্জার” নামক একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তার কাজটি বেশ চমকপ্রদ। তিনি একটি খেলায় কোন ধরণের খেলোয়ারদের নেয়া হলে দলটি জিতে যাবে কিংবা কার স্ট্যামিনা ঐদিনের জন্য ভালো হবে, তা নিয়ে কাজ করছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, তার গবেষণা প্রায় শেষের দিকে। তিনি তার এই উদ্যোগকে বাজারজাত করতে চান।
বর্তমানে তিনি ডাবলিন বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান নিয়ে গবেষণা করছেন।


সূত্রঃ silicinrepublic.com