এখন নানা কাজ করতে গেলে আমাদের হাতের ছাপ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। নিজের পরিচিতি কিংবা প্রয়োজনীয় কোন ডকুমেন্ট ইত্যাদি সংরক্ষণ করতে গেলে হাতের আঙুলের ছাপ খুবই প্রয়োজনীয়।
এছাড়া আমাদের পরিচিতি নির্ণয় করার জন্য হাতের আঙুলের ছাপ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু বিজ্ঞানীরা এখনো এটি ঠিক বুঝে উঠতে পারেন নি যে আমাদের কেন আঙুলে ছাপ থাকে। তারা হাতের কোন দাগও নয় যা হঠাৎ করে আসে কিংবা হঠাৎ করে চলে যায়। জন্মের পরপরই আমাদের সকলের হাতের আঙুলের ছাপ একে অন্যের থেকে আলাদা হয়ে থাকে।

প্রথম দিকের একটি মতবাদ ছিল যে যদি আমরা কোন শুষ্ক জিনিস ধরতে যাই, তাহলে আমাদের হাতের আঙুলে এর ফলে ছাপ তৈরি হয়ে যায়। এটি কোন কিছু ধরতে (গ্রিপ) সাহায্য করে থাকে। কিন্তু এই তত্ত্বটি ভুল বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা পরেছেন নতুন একটি ধাঁধায়। আমাদের আঙুলের ছাপের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? কেনই বা তা বিদ্যমান?
সূত্রঃ cooltechlists.com