মোবাইলে দীর্ঘ সময় মাথা নিচু করে গেম খেলার কারণে ঘাড়ে ব্যথা হয়। বিষয়টির সমাধান দেবে স্মার্টগ্লাস।শিশুদের জন্য তৈরি ‘আইফোরসার’ নামের অ্যাপ নিয়ন্ত্রিত চশমাটি ব্যবহারকারীদের মাথা সোজা করে বসতে বাধ্য করবে। শিশুদের বসার ভঙ্গি পর্যালোচনা করে সতর্কও করবে অভিভাবকদের।প্রয়োজনে সরাসরি মোবাইলে চালু থাকা গেম বন্ধও করে দিতে পারে এই চশমা। দাম ১২০ ডলার।