ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীতে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলার আয়োজনে বাংলা চ্যালেঞ্জ। আজ ছিল এই আয়োজনের প্রথম দিন।
বাংলা চ্যালেঞ্জ আসলে কি?
গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষাকে সমৃদ্ধ করবার জন্য গুগল ডেভেলপার্স গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) কর্তৃক একটি আয়োজন করছে। আয়োজনের প্রক্রিয়াটি বেশ মজার এবং নতুনত্ব রয়েছে। আমরা সকলেই নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকি। এই যেমন, আইস বাকেট চ্যালেঞ্জ কিংবা অন্য যে কোন রকম মজার চ্যালেঞ্জ। তাহলে বাংলা ভাষাকে সমৃদ্ধ করবার জন্য নয় কেন? এই চ্যালেঞ্জে আপনার কাজ হবে গুগল ট্রান্সলেটরে কিছু বাংলা শব্দ প্রদান করা। এর মাধ্যমে হবে ভেরিফাই, যাতে আপনার প্রদেয় শব্দটি ঠিক আছে কি না তা যাচাই করা হবে।
এবার প্রশ্ন আসতে পারে চ্যালেঞ্জ আসলে কোন জায়গাটিতে।
শব্দ প্রদান করা হচ্ছে আপনার প্রাথমিক কাজ। এরপরের কাজটি হচ্ছে আপনি কয়েকজনকে চ্যালেঞ্জ করবেন যাতে তারাও আপনার মত কয়েকটি শব্দ ট্রান্সলেটরে প্রবেশ করে। এর মাধ্যমে মূল যে কাজটি হবে তা হচ্ছে বাংলা ভাষার সমৃদ্ধি ও নতুন নতুন শব্দ সম্পর্কে জানা।
আজ ছিল এই আয়োজনের প্রথম দিন। আজকে যা হয়েছে তা হল টেনসর ফ্লো নিয়ে একটি কর্মশালা। টেনসর ফ্লো হচ্ছে গুগলের একটি ওপেন সোর্স লাইব্রেরী, ব্যবহার করা হয় মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লার্নিং সংক্রান্ত প্রজেক্টে। এটি ব্যবহার করছে ই-বে, গুগল ম্যাপ, ড্রপবক্স, স্ন্যাপচ্যাট, টুইটার, উবার সহ নানা বিখ্যাত প্রতিষ্ঠান।
দ্বিতীয় দিন অর্থাৎ, আগামীকাল হবে এন্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের ওপর কর্মশালা।
তৃতীয় দিন হবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর কর্মশালা।
এখানে উপস্থিত ছিলেন জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস, জিডিজি বাংলার এডভাইজার কাজী হাসান রবিন , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর নির্বাহী পরিচালক, মোহাম্মদ নুরুজ্জামান, ডেপুটি একাডেমিক ডিরেক্টর মোঃ সরোয়ার হোসেন মোল্লা, জিডিজি বাংলার অ্যাম্বাসেডর মোঃ লিয়াদ আলম (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী চ্যাপ্টার)।