বিগত দিনে আমরা কি দেখছি? স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ফোন মানেই গতানুগোতিক ধারার একটি ফোনে। কারন এর আগে যত গুলো গ্যালাক্সি সিরিজের ফোন বাজারে এসেছে তার প্রায় সব গুলোই ছিল একই রকমের। স্যামসাং তার প্রায় সব স্মার্টফোনেই প্লাস্টিক বডি ব্যবহার করেছে। যেখানে ডিজাইনের ভিন্নতা খুব কমই লক্ষ করা গেছে।
তবে এবার সবাইকে অবাক করে দিয়ে স্যামসাং ঘোষণা করলো অসাধারণ একটি ডিভাইস “Samsung Galaxy S6” ও “Galaxy S6 Edge”। একেবারে নতুন এই ফোনে দুটিতে ব্যবহার করা হয়ছে চোখ ধাদানো কিছু ফিচার।
প্রতিষ্ঠানটি তাদের বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাজার ধরার চেষ্টা শুরু করেছে। স্যামসাং কর্তিপক্ষ বলেছে সদ্য বাজারে আশা “iPhone 6” ও “iPhone 6 Plus” টক্কর দিতে “Galaxy S6″ যথেষ্ট। তাঁরা ধারণা করছে আগামী ১০ই এপ্রিল যখন ফোন দুটি বাজারে আসবে তখন সবাই “iPhone 6” এর কথা ভুলেই যাবে।
চলুন এক নজরে দেখে নেয়া জাক কি কি থাকছে নতুন গ্যালাক্সি তে-
ফোন ২টি সম্বন্ধে আরও জানতে ভিজিট করুন এখানে-
আরও দেখুন তাদের অফিসিয়াল ভিডিও-