প্রযুক্তির জগতে ইন্টিগ্রেশন এবং পার্সোনালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ দুটি টার্ম। মনে করুন আপনি আপনার হাতে থাকা এন্ড্রয়েড সেটে একটি ম্যাগাজিন চালু করবেন যেটি একান্তই আপনার দ্বারা তৈরি হবে। আপনার এই সুবিধার জন্যই ফ্লিপবোর্ড দিচ্ছে নানা রকম সুবিধা।
কিভাবে করবেন?
প্রথমে আপনাকে ফ্লিপবোর্ড এন্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে। তারপর একটি ফ্লিপবোর্ড একাউন্ট খুলতে হবে যেটি খুব সহজ একটি কাজ। কিন্তু যদি আপনি ফেসবুকের সাথে সাইন আপ করে নেন, তাহলে খুবই ভালো হবে। এটি আপনার ফেসবুক একাউন্টের সাথে ফ্লিপবোর্ডকে লিঙ্ক আপ করবে কিন্তু কাজটি একটু পরে হবে।
এর পরের কাজটি হবে আপনি আপনার ম্যাগাজিনে কোন ধরণের লেখা দেখতে চান তা তৈরি করা। চলচ্চিত্র, শিল্প, গান, নাচ, খেলাধূলা, ভ্রমণ, খবর, বিজ্ঞান বিষয়ক খবর ইত্যাদি নানা ধরণের বিষয় আপনি আপনার ম্যাগাজিনে রাখতে পারেন।

কাজ হয়ে গেলে আপনার কাজ এবার নিজের ফ্লিপবোর্ডকে ফ্লিপ করা। ব্যস! সহজেই তৈরি হয়ে গেল নিজের পার্সোনালাইজড ম্যাগাজিন।
এছাড়াও অন্যান্য বন্ধুরা তাদের ম্যাগাজিনে কি কি যুক্ত করছে তাও আপনি দেখতে পারবেন সহজেই। চাইলেই কোন বিষয় বাদ পরে গেলে তা সংযুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে + চিহ্ন দেয়া অপশনে একটি ক্লিক করে নতুন বিষয় সংযুক্ত করতে হবে।
সূত্রঃ androidapps.com