দিন দিন ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা ব্যপক হারে বাড়ছে।এর সাথে বাড়ছে ফেইক আইডি র সংখ্যা।আপনিও চিনে নিতে পারেন ফেইক আইডি।
প্রথমেই লক্ষ করুন নামের দিকে। ফেইক আইডি তে নামের একটা পার্থক্য দেখতে পাবেন।নামগুলো একটু আলাদা হয়।
যেমনঃAngel,Aong,Bong,লাল পরী,নীল পরী সহ কত যে কাব্যিক নাম। ১। একজন আসল ইউজার সাধারণত তার আসল নাম ব্যবহার করবে। তাই প্রথমে নামের দিকে খেয়াল করুন।
২।প্রোফাইল পিকচার এর দিকে খেয়াল করুন। কাভার পিকচার এর দিকেও খেয়াল করুন।ফেইক আইডি তে প্রোফাইল পিকচার এ থাকে জীব জন্তু,ফল মুল,লতা পাতা,পাখ পাখালি সহ কত কিছুর যে ছবি থাকে। একজন আসল ইউজার সাধারণত তার নিজের ছবি ব্যবহার করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে।
৩। About এ যান,দেখুন Hometown, Lives town, ঠিক মত দেওয়া আছে কিনা। ইউজার কোথায় কাজ করে সেটাও লক্ষ করুন। একজন আসল ইউজার তার আইডি তে Family Member দের Add করবে। দেখুন Family Member কেউ আছে কিনা ।
৪। আপনি চ্যাট করেও বুঝতে পারেন।
এছাড়া দেখুন স্ট্যাটাস কি আপডেট করে,Friends কে কে??,পড়াশুনা কোথায় করেছে(School,Collage&University) সহ অনান্য কিছু ভাল ভাল ভাবে দেখুন। তাহলে আপনি নিজেই চিনতে পারবেন কোনটা আসল আইডি কোনটা ফেইক আইডি.
মনে রাখবেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন সে ধরা পড়বেই।