“মাশরাফি ভক্তের মুক্তি চাই””অমুক তমুকের বিচার চাই” ইত্যাদি নানা ধরণের ইভেন্ট প্রতিদিন আমরা ফেসবুকে দেখে থাকি। এই ইভেন্টগুলো কোন কোনটি আমাদের কাজে লাগে, কোন কোনটি আমরা শুধু দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু ফেসবুক এবার নিয়ে এল “ইভেন্টস” (Events) নামক একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল ইভেন্টের খোঁজ পাবেন।
ফেসবুকের পণ্য বিষয়ক ম্যানেজার আদিত্য কুলওয়াল বলেন,
“প্রতিদিন লক্ষাধিক মানুষ নানা ধরনের ইভেন্টের খোঁজে থাকে যা তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। প্রতি বছর এত এত ইভেন্ট খোলা হয় যে মাঝে মাঝে গুরুত্বপুর্ণ সব ইভেন্ট হারিয়ে যাবার ভয় থাকত। কিন্তু এখন তা আর নেই।”
কুলওয়াল বলেন যে এই অ্যাপটি তাদের জন্য যারা প্রতিদিনই কোন না কোন ইভেন্টের সাথে জড়িত থাকতে চান কিংবা বন্ধু বান্ধবদের সাথে এই ইভেন্টগুলো শেয়ার করতে চান। তাদের চারপাশে কি ঘটছে তা সম্পর্কে যারা জানতে চান, এই অ্যাপটি তাদের সাহায্য করবে। এটি ডাউনলোড করবার কোন প্রয়োজন নেই। এটি আপনার প্রধান ফেসবুক অ্যাপের সাথে যুক্ত থাকবে।
এই সুবিধাটি যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য আপাতত বরাদ্দ। পরবর্তীতে এটি অন্যান্যদের জন্যও করা হবে।
সূত্রঃ কমপ্লিট মিউজিক আপডেট.কম