Istanbul, Turkey

প্লেনে চড়েছেন নিশ্চয়ই। জানলা দিয়ে বাইরে তাকিয়েছেন। মুগ্ধ হয়ে দেখেছেন উপর থেকে নীচের দুনিয়াকে। খেয়াল করে দেখেছেন, জানলার একেবারে নীচে একটি ছিদ্র থাকে?

জানলায় ছিদ্র দেখে বা এই প্রতিবেদনের এইটুকু পড়ে ঘাবড়ে যা ওয়ার কিছু নেই। মনে করার কিছু নেই যে, ওটার জন্য প্রাণহানি হতে পারে। বরং উল্টোটাই।

এই ছিদ্রটি রাখা হয় বায়ুর চাপ মোকাবিলার জন্য। এই ছিদ্রটির জন্যই বিমানের জানলা ওই মারাত্মক বায়ুচাপেও ভেঙে যায় না।

গড়ে প্রতিটি বিমানের জানলায় তিনটি স্তরে কাচ থাকে। বায়ুচাপের কথা ভেবে বাইরের এবং মাঝখানের কাচগুলি লাগানো হয়। ভারসাম্য তৈরিতে এই কাচ দু’টির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ছিদ্রটি মাঝখানের কাচেই থাকে। মাটি থেকে ৩৫ হাজার ফিট উঁচুতে বায়ুচাপের পরিমাণ কেমন? প্রতি ইঞ্চিতে দেড় কেজি! এই বায়ুচাপে মানুষের পক্ষে সজ্ঞানে থাকা কঠিন। সে কারণে বিমানের ভিতরে বেশি বায়ুচাপ বজায় রাখতে হয়। গড়ে প্রতি ইঞ্চিতে সাড়ে তিন কেজি বায়ুচাপ বজায় রাখা হয়।

এই ছিদ্রগুলি বায়ুচাপের এই তারতম্যের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here