ঠিক যেন বিখ্যাত কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি! ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে অনেক ব্যবহারকারীর এরকম ছবি দেখে অভিভূত হচ্ছেন বাকি সকলে। ফলে শুরু হয়েছে নতুন ট্রেন্ড।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নতুন এই ট্রেন্ড এখন পরিচিত প্রিজমা ফটো নামে। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে প্রিজমা ফটো শেয়ার করতে সকলেই উৎসুক হয়ে ওঠেছে।
আপনি কী কখনো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসার স্থানে নিজেকে চিন্তা করেছেন? কিংবা পাবলো পিকাসোর আঁকা ছবিতে? লিওনার্দো দ্য ভিঞ্চি কিংবা পাবলো পিকাসো এখন জীবিত নেই, কিন্তু আপনার তোলা ছবিকে তাদের মতো আঁকায় রূপ দেবে ‘প্রিজমা’।
তাই অনেকেরই ইচ্ছে, এই সুবিধা কীভাবে পাবেন? অনেকে এটাকে ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের নতুন কোনো টুল মনে করছেন, যেটা ব্যবহার করে ছবিকে শিল্পীর আকাঁয় পরিণত করা যাবে।
কিন্তু আসলে প্রিজমা ফটো তৈরি করতে পারবেন তারাই, যাদের আইফোন রয়েছে। কেননা আইফোনে ‘প্রিজমা’ নামক অ্যাপের মাধ্যমেই কেবলমাত্র মুগ্ধকর এই ছবি রূপান্তরের সুবিধাটি পাওয়া যাবে।
আইওএস প্লাটফর্মের জন্য নির্মিত ‘প্রিজমা’ নামক নতুন এই অ্যাপটি কাজ করে নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে। অন্যান্য ফটো এডিটিং অ্যাপের মতো মূল ছবির ওপর ফিল্টার লেয়ার করে করে না প্রিজমা। বরং প্রিজমা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিভিন্ন লেয়ার ব্যবহার করে নতুন করে ছবিটি আঁকে। আইফোন ব্যবহারকারীরা প্রিজমা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন https://goo.gl/7vQADP লিংক থেকে।
অসাধারণ এই অ্যাপটির মাধ্যমে বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে যেকোনো ছবিকে সহজেই আর্ট ওয়ার্কে রূপান্তর করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার নতুন ট্রেন্ড শুরু হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এখনো এ অ্যাপটি উন্মুক্ত করা হয়নি। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে প্রিজমা অ্যাপটির বিকল্প কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন।