ফটোগ্রাফী বরাবরই একটি মজার ও রোমাঞ্চকর পেশা। তবে এটি মোটেও সহজ নয়। প্রানীদের ছবি তোলা বিশেষ করে সেগুলো যদি হয় বন্য প্রানী, তাহলে এটি আরও কঠিন এবং সুক্ষ সময়ের ব্যবধান এর কারনে সুন্দর একটি ছবি হারাতে হতে পারে। প্রানীদের চমতৎকার ছবি তোলার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং ধৈর্য্য। বনের প্রাকৃতিক পরিবেশে প্রানীরা সাধারনত তাদের নিজেদের স্বাভাবিক আচরন করে। আর এ সময় তোলা যেতে পারে তাদের কার্যকলাপের নাটকীয় কিছু ছবি। এমনই কিছু ফটোগ্রাফ শেয়ার করছি আজকের পোস্টে।
ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে বিড়াল আর ইদুরের ছবিটা। টম এন্ড জেরীর কাহিনীর মতো। আপনাকে অনেক ধন্যবাদ……… ☺
আপনাকেও ধন্যবাদ।
ইমতিয়াজ ভাই, কয়েকটি ছবি এতো চমৎকার হয়েছেযে কি বলবো!!!
হুম… কিছু ছবি আসলেই দারুন। তবে ফটোগ্রাফার আমি না 😛
টেংকু।এগুলার ভিতর পেয়ার মহাব্বত লুক কইরা আমারও দিলের ভিতর পেয়ার মহাব্বত করার ইচ্ছা হয়ার কিমা আছে।
শুরু কইরা দেন 😛
দারুণ সব ছবি তো ভাইয়া.. অসাধারণ লাগলো! :-):-):-)
ধন্যবাদ।
ছবি গুলা বেশ
কিন্তু ৮ ও ১৪ নম্বরটা মনে হয় এডিটেড
আর বানরের সাথে বাঘেরটা বেশ লেগেছে 🙂
১৪ নম্বরটা এডিট করা হতে পারে কিন্তু ৮ নাম্বারটা না। সাপের চোয়াল বিভক্ত। তাই অনেক বড় হা করতে পারে।
অসাধারন, অসাধারন এবং অসাধারন।
ইমতিয়াজ ভাই কে অনেক ধন্যবাদ।
রিয়াজ ভাইরে এক বস্তা ধইন্যা।
এত সুন্দর ছবি উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই রকম ছবি কিভাবে তোলা সম্ভব??!!!
অবিশ্বাস্য!!!
অতুলনিই