বিসমিল্লাহির রহমানীর রাহিম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমার আর ভালো লাগে না, মানে অলস হয়ে আর বসে থাকতে ভালো লাগে না। সারাদিন পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিতে কোন না কোন পোষ্ট দিতেই শুধু মন চায়। আর আপনাদের সাথে কোন না কোন জিনিষ শেয়ার করতে মন চায়। তাইতো আজ আবার আপনাদের সামনে পোষ্ট নিয়ে হাজির হয়েছি। যা হোক আজকের পোষ্টার বিষয় বস্তু হলো দুইটি। ১. ছবি ব্লগ এবং ২. ওয়েলপেপার ডাউনলোড। ছবি ব্লগে যেহেতু বেশি কথা বলতে হয় না তাই মহান আল্লাহর নামে পোষ্টা শুরু করলামঃ
উপরের ছবিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সেগুলোর হাইরেজুলেশন ফরমেট আপনি ডাউনলোড করে নিতে পারেন। সাইজ মাত্র ৪ মেগাবাইট।
ডাউনলোডঃ
আশা করি ছবিগুলো আপনাদের পছন্দ হয়েছে। আমি এ ধরণের আরো অনেকগুলো পোষ্ট করতে আগ্রহী। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে আগামীতে এ ধরণের আরো অনেকগুলো পোষ্ট করব ইনসাআল্লাহ। আর যদি আগ্রহ না প্রকাশ করেন তাহলে……….
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
ছবি গুলো সুন্দর তবে ওরিজিনাল হলে আরো সুন্দর লাগত। রহিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ,ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ…….:D