বিবর্তনের ধারায় প্রাণীদের নানা ধরণের পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়েছে তাদের শিকার ব্যবস্থা কিংবা অভ্যাসে। তবে তাদের পূর্বপুরুষরা কেমনভাবে বসবাস করত, তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি কখনোই হবে না। ঠিক এমনই একটি গবেষণায় উঠে এসেছে প্রাচীন চীনে ভয়ংকর দর্শন এক পশু বসবাস করত। এর মাথা ছিল প্রকান্ড এবং থাবা ছিল বিশাল। এই প্রাণীটি চীনের বনে এবং জলাধারের পাশে দোর্দন্ড প্রতাপে বসবাস করত।
নাম হচ্ছে “অটার”।

৬.২ মিলিয়ন বছরের পুরনো এই জন্তুটি এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে সবচেয়ে বিশাল আকৃতির অটার। ৫০ কেজি ওজনের এই জন্তুটি আজকের দিনের টেরোনুরা ব্রাসিলিয়েন্সিস থেকে আকারে দ্বিগুণ ও লুটরা লুটরা নামক অটারের প্রায় চারগুণ ছিল।
বর্তমানে এই দুই শ্রেণির অটার পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় এবং ইউরেশিয়াভুক্ত অঞ্চলগুলোতে।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের গবেষক জিয়াওমিং ওয়াং বলেন, ” প্রাপ্ত তথ্যমতে এই অটারটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় অটার।”

একটি এক্সপেডিশন বা গবেষণা কাজ করতে গিয়ে বিজ্ঞানীরা এই অটারের মাথার খুলির কিছু অংশ মাটির নিচ থেকে উদ্ধার করেন। সেটির কার্বন টেস্টের মাধ্যমে এই তথ্যগুলো সম্পর্কে তারা জানতে পারেন।
সূত্রঃ live science