আমাদের দৈনন্দিন প্রয়োজনে ক্যালেন্ডার একট অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা অনেকেই এন্ড্রয়েডের ক্যালেন্ডার অ্যাপটিকে পাশ কাটিয়ে চলে যাই। এই ক্যালেন্ডার আমাদের নানা সময় বাঁচায় এবং কোন কোন কাজ করতে হবে সামনে, তা নিয়েও আমাদের জানান দেয়। ফলে কাজগুলো হয়ে ওঠে আরো সহজ। আজ আপনাদের এমনই একটি অ্যাপ নিয়ে আলোচনা করা হলঃ
গুগল ক্যালেন্ডারঃ ভোরের সূর্যোদয় থেকে ঘুম থেকে উঠবার সাথে শুরু করে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত আপনার সব কাজের শিডিউল আপনি এই ক্যালেন্ডারের মাধ্যমে জমা করে রাখতে পারেন। আপনার কোন কাজটি বেশি প্রয়োজনীয়, তার দিকে ফোকাস করবে এই ক্যালেন্ডার অ্যাপ। মেনুবারে খুব সহজেই এই অ্যাপটি আপনাকে পেতে সহায়তা করবে নিত্য কাজগুলো।

তাহলে আর দেরি কেন? সময় কষ্ট, দুইই বাঁচাতে চাইলে আজই ডাউনলোড করে ফেলুন গুগল ক্যালেন্ডার অ্যাপটি।
সূত্রঃ Theverge.com