গেমস খেলতে আমাদের কার না ভাল লাগে? আর তা যদি হয় নিড ফর স্পীড  সিরিজের গেম , তাহলেতো কথাই নেই। নিড ফর স্পীড  এর একটা গেমও খেলেন নাই, এটা মনে হয় বিশ্বাস করা একটু কঠিন। কেননা নিড ফর স্পীড  ২, নিড ফর স্পীড  ৫, নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড, শুধু মাত্র গেমার দের কাছেই নয়, বরংচ অনেক নন-গেমার দের কাছেও প্রিয়। আজকে আমি যে গেমটার কথা বলব, তা হচ্ছে, নিড ফর স্পীড  সিরিজের সর্বশেষ সংযোজন, নিড ফর স্পীড – হট পারস্যুট ২০১০। নিড ফর স্পীড  এর ১৬ তম গেম এটা।

nfs-timeline

নভেম্বর ২০১০ এ মুক্তি পাওয়া এ গেমটি ডেভেলপ করেছে, Criterion Games এবং পাবলিশ করেছে Electronic Arts। বের হবার পর থেকেই বেশ কিছু এওয়ার্ড জিতে নিয়েছে এই গেমটি, যার মধ্যে Best of E3 এবং Best Raceing Game 2010 উল্লেখ যোগ্য।

তবে নিড ফর স্পীড  সিরিজের অন্য গেম থেকে এই নিড ফর স্পীড – হট পারস্যুট ২০১০ গেম টি একেবারেই আলাদা। যেমন, নিড ফর স্পীড  এর প্রায় সব গেমেই, গেমার কে রেস জিতে তার গাড়ি কে আপগ্রেড করতে হয়, রেপুটেশন বাড়াতে হয়। পুলিশ এর গাড়ী ভাংতে হয়। কিন্তু নিড ফর স্পীড – হট পারস্যুট ২০১০ এ আপনাকে এর কিছুই করতে হবে না। শুধু মাত্র  ফ্যাক্টরি ডিফল্ট এ রাখা গাড়ী গুলো নিয়েই খেলতে হবে! কি এ কথা শুনেই রাগে গা জ্বলে যাচ্ছে ??? থামুন থামুন, গাড়ী গুলোর নাম তো আগে শুনে নিন, প্রায় ৬০ টির উপরে গাড়ি নিয়ে আপনি খেলতে পারবেন যার মধ্যে Lamborghini Reventon, McLaren F1, Bugatti Veyron and Pagani Zonda Cinque  সুতরাং বুঝতেই পারছেন স্পীড নিয়ে তেমন কোন সমস্যাই হবে না।

Need_For_Speed_2010

নিড ফর স্পীড  এর এই গেমটিতে প্রথম বারের মতন অনেক কিছু কে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। যেমন; নিড ফর স্পীড  এর অন্যান্য গেম গুলো খেলবার সময় যখন পুলিশ আপনাকে তাড়া করে, মনে হত না, আমি যাদি পুলিশ হতে পারতাম……… ইশ……। চিন্তা নাই, নিড ফর স্পীড  হট পারস্যুট ২০১০ গেমে আপনি আপনার ক্যারিয়ার পুলিশ এবং স্পীড রেসার দুভাবেই চালিয়ে যেতে পারবেন। যখন মনে হবে, রেস খেলতে খেলতে বিরক্ত ধরে গেছে তখন পুলিশ হয়ে অন্য রেসার দের তাড়া করুন। যখন মনে হবে না এবার একটু পুলিশের তাড়া খেতে হবে, তখন রেসার হয়ে খেলুন।

আবার এই প্রথম বারের মতন নিড ফর স্পীড  হট পারস্যুট ২০১০ গেমে রেসার এবং পুলিশ দুই জনের জন্যই অস্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে।

রেসার দের জন্যঃ

স্পাইক স্ট্রিপ,

ই এম পি,

টারবো,

সিগন্যাল জ্যামার

পুলিশ দের জন্যঃ

স্পাইক স্ট্রিপ,

ই এম পি,

রোড ব্লক,

হেলিকপ্টার.

গেইমটি খেলবার জন্য আপনার দরকার হবে (কমপক্ষে);

  • উইন্ডোজ এক্সপি
  • কোর ২ ডুও ১.৮ গিগাহার্জ অথবা এ এম ডি এথলন এক্স২ ৬৮, ২.৪ গিগাহার্জ প্রসেসর,
  • ১.৫ গিগাবাইট র‍্যাম উইন্ডোজ এক্সপির জন্য এবং ২ গিগা র‍্যাম, ভিস্তা অথবা উইন্ডোজ সেভেনের জন্য।
  • এক্সটার্নাল (আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে।) গ্রাফিক্স কার্ড লাগবে ২৫৬ মেগেবাইট এর যা শেডার মডেল ৩ সমর্থন করে।

নিড ফর স্পীড সিরিজের গেইমগুলোর মধ্যে এটি একটু ভিন্ন এই গেইমটির স্কোর ৯০% এর বেশি এবং ইতোমধ্যে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করব গেমটি আপনারা খেলবেন এবং দয়া করে গেমটি খেলে কেমন লাগল আমাদের কে জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here