আমরা সাধারণত কি করি, একটা ইউএসবি পোর্ট ব্যবহার করে মাত্র একটি ডিভাইস’ই প্লাগিন করতে পারি। কিন্তু যখন প্লাগিন একটি আর ডিভাইস অনেক গুলো তখন পড়তে হয় মহা ঝামেলায়। একই সাথে তো আর এতগুলো ডিভাইস কানেক্ট করা যায় না।
আর এই ধরনের ঝামেলা থেকে আপনাকে চিরতরে মুক্তি আসছে নতুন ইনফিনিটি ইউএসবি ক্যাবল। যেটা দেখতেও যেমন সুন্দর কাজের মাহির বলতে পারেন।
আপনি এটি ব্যবহার করে একই সাথে অনেক গুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন। যেমন মাইক্রো ইউএসবি, লাইটনিং ইত্যাদি। ইনফিনিটির ডিজাইন টি ঠিক এমন ভাবে করা হয়েছে যেন আপনি যখন একটি ইউএসবি আপনার পিসি বা ম্যাকের সাথে কানেক্ট করছেন তখন একই সাথে আরও একটি ফিমেল কানেক্টর পাচ্ছেন যেটি ব্যবহার করে একই সাথে আরও একটি ডিভাইস কানেক্ট করতে পারবেন।
আর এভাবে যত খুসি ততই ডিভাইস যোগ করতে পারবেন আপনার পিসির সাথে। যেমনটি ছবিতে দেখতে পাচ্ছেন।
ইনফিনিটি টিউটোরিয়াল ভিডিও-
নতুন এই অসাধারন ইউএসবি সম্পর্কে বিস্তারিত আরও জানতে আপনাকে যেতে হবে এই লিংকে। যেখানে গেলে আপনি এটির বাজার, কিভাবে কাজ করে, কি কি রঙের পাওয়া যায় ইত্যাদি সহ আরও বিস্তারিত বিষয় গুলো জানতে পারবেন।
Aren’t that for usb c type?