পৃথিবীতে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আইফোন এবং আইপ্যাড ব্যবহার করে। এবং অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আইফোনের চাহিদা সব থেকে বেশী। অনেকেই আছেন যারা তাদের আইফোনের স্ক্রিন লাইভ রেকর্ড করতে চান কিন্তু কিভাবে করবেন সেটি বুঝতে পারেন না।
আর তাই আজেক আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আইফোন এবং আইপ্যাডের স্ক্রিন রেকর্ড করবেন।
এটি করতে আপনার খুব বেশী ঝামেলা পোহাতে হবে না শুধু নিচের কথা গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন-
১। প্রথমে আপনার ডিভাইজের সাফারি ব্রাউজার ওপেন করুন এবং এই লিংকে যান।
২। সেখান থেকে Shou নামের অ্যাপটি ফ্রি ডাউনলোড করে নিন এবং সেটা ওপেন করুন।
৩। অ্যাপটি অপেন করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে সাইনআপ করুন।
৪। একবার সফলভাবে সাইনআপ হবার পরে সেখানে দুইটি অপশন দেখতে পাবেন।
- Start Broadcasting
- Start Recording
এবার ইচ্ছা মতো রেকর্ড করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের অবাক করে দিন। সবাই আপনাকে জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আসল রহস্য তো সুধু আপনিই জানেন।
চাইলে সেটিংস থেকে আরও অনেক ধরনের কারসাজী করতে পারবেন। এবং রেকর্ড অপশনে আপনার করা সব ভিডিও দেখত পাবেন।
কারোর বুঝতে সমস্যা হলে নিচে দেয়া ভিডিও টি দেখতে পারেন। বিস্তারিত আরও ভালো আইডিয়া পাবেন।
কেমন লেগেছে আমাদের আজকের এই টিপস? যানাতে কমেন্ট করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে বন্ধুদের যানাতে ভুলবেন না যেন।
সোর্সঃ iGB