বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। আমাদের চারপাশে থাকা বিষয়বস্তু যা নিয়মিত আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, সেগুলো সম্পর্কে জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্ঠা।
বোর্নিওতে ১০০ বছর আগেও মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হত।
ছোটবেলায় ফড়িং নিয়ে কতো খেলেছি। দুষ্টমি করে পাঁ ছিড়ে দিয়েছি, (ছোটরা একটু নিষ্ঠুরই হয় মনে হয়) কিন্তু তখন কি আর জানতাম যে ওদের কান থাকে হাঁটুতে।
গরু বা ষাড় গুলি নাকি লাল কাপড় দেখলে ক্ষেপে যায়!! কিন্তু সত্যি কথা হচ্ছে ওরা কালার ব্লাইন্ড, লাল রং ওরা আলাদা করে চিনতেই পারে না।
পাখিরা নীল আকাশে ডানা মেলে উড়ে বেরায়, অথচ সব রং চিনতে পারলেও ঐ নীল রংই তারা চিনতে পারে না।
পাখিরা নীল রং চিনতে না পারলেও একটা পাখি কিন্তু এই নীল রং ঠিকই চিনতে পারে। আর নীল রং চিনতে পারা পাখিটি হচ্ছে প্যাঁচা।
কাঠবিড়ালীরা কিন্তু পিছু হটতে পারেনা। পেছন দিকে যেতে চাইলে তাদেরকে পুরো উল্টা ঘুরে তারপর পিছন দিকে যেতে হয়।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আরো দেখুন :
জানা!! আবার অজানাও হতে পারে ০১
জানা!! আবার অজানাও হতে পারে ০২
মরুভূমির জলদস্যু …… ভাইরে … অনেক কিছুই জানাচ্ছেন … কিন্তু আমার যে অনুরোধটা ছিল, সেটার কি হলো ????
মহাকাশ নিয়ে আপনার লিখা চাই …
এই টপিকে লিখতে অনেক বেশি সময় দিতে হয়।
কিছু কাজ করা আছে, ফিনিসিং টাচ দিয়ে সাবমিট করবো আপনার জন্যই।
অনেক ধন্যবাদ আপনাকে 😀
ভালো থাকবেন।
ভাল লাগল
ধন্যবাদ।
আনেক কিছু জানতে পারলাম।
চমৎকার এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
সুন্দর সুন্দর কিছু তথ্য জানলাম। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
ভালই লাগল তাই প্রিয়তে
ধন্যবাদ আপনাকে।
http://www.monchieromoto.com/running/nike-mercurial-calcetto.html nike mercurial calcetto
http://www.lavororacconigi.it/max/converse-sneakers.html converse sneakers