ওয়েব ডিজাইনিং এর ব্যপক ক্ষেত্রে সৃজনশীল কাজের জন্য ডিজাইনারদের প্রয়োজন অনুপ্রেরণা। আজকে একটু ভিন্নধর্মী কাজের নমুনা তুলে ধরব। আমাদের বহুল ব্যবহৃত অনলাইন সার্ভিসগুলোর অনুরূপ ক্লোন সাইটগুলোর একটি শোকেজ আপনাদেরকে দেখাব। সবগুলোই ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম এ তৈরী করা।
ওয়ার্ডপ্রেস ভিত্তিক সাতটি থিমের কথা বলব যেগুলো ওয়েবের জনপ্রিয় সব সাইটগুলোর ডিজাইনের অনুকরণ।
#১- Woogle
গুগল সার্চের মত হুবুহু ওয়ার্ডপ্রেস থিম। যেকেউ দেখলে দ্বন্দে পড়ে যেতে পারে।
#২- Fresh Tweet
টুইটার ইন্টারফেসে তৈরী করা ওয়ার্ডপ্রেস থিম। শুধুমাত্র টুইটার পাগলদের জন্য।
#৩- Chrome Tweaks
ক্রোম ওয়েব ব্রাউজার যারা ব্যবহার করেছেন হতচকিত হওয়ার প্রয়োজন নেই। এটি একটি ওয়ার্ডপ্রেস থিম।
#৪- Metro Inspired by Windows 8
উইন্ডোজ ৮ এর আদলে তৈরী করা দুর্দান্ত একটি ওয়ার্ডপ্রেস থিম। রিসপনসিভ ডিজাইনের এই থিমটি কিনতে পারবেন themify.me থেকে।
#৫- Digg alike Nominate Theme
অনেকটা Digg এর মত করে থিমটির ইন্টারফেস ডিজাইন করা হয়েছে। থিম কিনতে পাওয়া যাবে prothemedesign.com এ।
#৬- WP MashThirteen
থিমটির মূল আউটলুক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্লগ Mashable আদলে তৈরি করা হয়েছে। থিমটির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল এটিতে TwitterBootstrap 3.0 ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে।
#৭- WPSN Sports
জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট ESPN এর ক্লোন এটি।
থিমগুলো ভালো লাগলে মন্তব্যে জানাবেন। 🙂
জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সার্ভিসগুলোর ওয়ার্ডপ্রেস ক্লোন থিম : বিজ্ঞান ☼ প্রযুক্তি
afwoyxkrgdl
fwoyxkrgdl http://www.gwhf832x8hb5b98xbj31aqz8y477l271s.org/
[url=http://www.gwhf832x8hb5b98xbj31aqz8y477l271s.org/]ufwoyxkrgdl[/url]
http://www.boltonabbey.com/shoes/nike-air-womens-sale.html nike air womens sale
Life is a leaf of paper white, thereon each of us may write his word or two.
Ralph Lauren UK discount
Knowing what you like to live with is a great way to learn about fashion. There is a lot of information out there to use, you just have to find what suits you best by using the resources available. Start defining your fashion today by using some of the tips you find below.
UGGs Canada