কিছুদিন আগে 9GAG ব্লগে একটি নিল ও সাদা রঙের জামা নিয়ে ঝর উঠেছিল। মনে আছে কি আপনাদের সেকথা? আচ্ছা যদি মনে না থাকে তবে এই পোস্টটি দেখে আসুন। মনে পরে যাবে।
এবার কাজের কথায় আসা যাক। অনেকেই রঙ চিনতে ভুল করে এবং তাদেরকে কালার ব্লাইড বা বর্ণান্ধ বলা হয়। আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি যেটি থেকে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ কিনা
তো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখি আর বোঝার চেষ্টা করি যে। সত্যি আমরা কালার ব্লাইন্ড কিনা-
আরও জানতে যেতে পারেন এই লিংকে সহজ আরও একটি পরিক্ষার মাদ্ধমে জানতে পারবেন যে, রঙ নিয়ে আপনার সমস্যা আছে কিনা।