এবার পানিতে চলবে মোটর বাইক। আর এ অভিনব বাইকের আবিষ্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। মাত্র ১ লিটার পানিতে ৫০০ কি: মি: পাড়ি দিতে পারবে এই মোটর বাইক। এ বাইক চালাতে কোনও বিশেষ ধরনের পানির প্রয়োজন হবে না। একেবারে সাধারণ পানি বাইকের ট্যাঙ্কে ডুকিয়ে চালানো যাবে।
ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে। রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব।