দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমাদের ক্যাম্পেইন প্রায় শেষের পথে। আনুষ্ঠানিক ক্যাম্পেইন ঘোষণা করে গত মাসের ১৭ তারিখ কাজ শুরু করেও এতো দ্রুত শেষ করারটা অনেক চাপ ছিল আমাদের সবার জন্য। তথ্য সংগ্রহ, লোগো নির্বাচন সহ আরও অনেক কিছুই ছিল ক্যাম্পেইনের কার্যক্রম। সেসব কথা হয়তো আপনারা অনেকেই জানেন, তাই নতুন করে বলর প্রয়োজন নেই।
ডুডল ক্যাম্পেইনের আজকেই শেষ পোষ্ট! তাই আজকে দুটি চূড়ান্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি-
নির্বাচিত লোগোঃ
গুগল ডুডল “বাংলাদেশ”- লোগো ডিজাইন প্রতিযোগীতা! এই পোস্টের মাধ্যমে ডুডল লোগো ডিজাইন প্রতিযোগীতা শুরু হয় এবং এই প্রতিযোগীতায় আমাদের ফেইসবুক পেজে অনেক প্রতিযোগী অসম্ভব সুন্দর সব লোগো আপলোড করেন। সেসব লোগো আমরা একটি এ্যালবামে আপলোড করে সকলের কাছ থেকে ভোট আহবান করি, এই আহবানে আমরা সকলের কাছ থেকে ব্যাপক সাড়া পাই। আপনারা যার যার পছন্দ মত লোগোকে ভোট দিয়েছেন। তবে, “লাইক” এর মাধ্যমে সবচেয়ে যে লোগোটি ভোট পেয়েছে সেটিকেই আমরা গুগল প্রোপোজাল লেটার এর সাথে পাঠাবো। এই পোস্ট লেখা পর্যন্ত ১৬৯ ভোট পেয়ে তানজিল ইসলামের লোগোটি সবচেয়ে এগিয়ে আছে। লোগোটির লিংকঃ http://on.fb.me/21febDoodle লোগোটি নির্বাচিত হওয়ায় তানজিল ইসলামকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন।
গুগল ডুডল প্রোপোজাল লেটারঃ
কি এবং কিভাবে করবোঃ
আপনাদের যা করতে হবে এবং যেভাবে করতে হবে.. একটু কষ্ট করে অনুসরণ করুন… সমস্যা হলে বা কোথাও প্রশ্ন থাকলে বা বুঝতে না পারলে আগেই আবেদন না করে আমাদের জানান আপনার সমস্যাগুলো-
যা যা করবেন:
১. আপনার জিমেইল একাউন্টে লগইন করুন। জিমেইল না থাকলে নিজের নাম দিয়ে নতুন জিমেইল একাউন্ট করে নিন।
২. এবার মেইল কম্পোজ কমান্ড দিন। তারপর…
৩. To (বরাবর)-এ: proposals@google.com লিখুন।
৪. Subject-এ: Request Google Doodle for 21 February – International Mother Language Day লিখুন।
৫. Description-এ:
Dear Doodle Team,
Please give a Doodle for 21 February – International Mother Language Day.
For instance please you have a look of these URL’s for consideration that this day had already been got international recognition:
UNESCO Link: http://goo.gl/q88xW
United Nation Link: http://goo.gl/xMcsf
Wikipedia Link: http://goo.gl/9Xikq
We wished to select a doodle logo for our own made, if you wish to select please take a look for it at attachment. If you want to redesign the Doodle it will be appreciated too.
Thanks
Your Name (আপনার পুরো নাম ইংরেজীতে)
A Proud Citizen of Bangladesh.
৬. এই http://on.fb.me/21febDoodle লিংক থেকে ডুডল প্রতিযোগীতায় বিজয়ী লোগোটি ডাউনলোড করে নিন এবং এ্যাটাচমেন্টে আপলোড করে দিন। ব্যাস্! এবার সৃষ্টিকর্তার নাম দিয়ে সেন্ড করুন। 🙂
আপনার একাধিক জিমেইল ঠিকানা থাকলে সবকটি থেকে একইভাবে মেইল সেন্ড করুন এবং মেইল পাঠানোর নিয়মাবলী বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আমাদের আশা পূরণ হবে। সেই প্রত্যাশায়…
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
মেইল করলাম………আশা করছি ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারিতেই আমরা ডুডলটা পাব।
আমিও মেইল করলাম………আশা করছি ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারিতেই আমরা ডুডলটা পাব।
vay…kemon asen.. ami bigganprojukti-er niomito pathok.ami গুগল ডুডল” logor jonno request pathate pare nai..vay amar jonno doya kore,amake arek bar valo kore bojhie bolun ,,parle amar,, email-e.othoba f/b-e bole dite paren.ami onek opkrito hobo..dhonnobad..
সমস্যা কি বলেন?
আপনার কথা শুনে মনটা ভালো হয়ে গেল
কি কথা ???
http://www.facebook.com/events/201950186565851/
join this event.