ভ্রমণ করতে কে না ভালবাসে, সব ধরনের মানুষই চায় তার পারিপার্শ্বিক কাজকর্মের পর কিছুটা সময় বিনোদন আ আমার আয়েশে কাটাতে। এর এই বিনোদন বা আরাম আয়েশ এর প্রধান উৎস হিসেবে ভ্রমণ-কে বেছে নেয় যে কেউ-ই। কিন্তু অনেক সময় দেখা যায় ভ্রমনে যেতে চাইলেও থাকা খাওয়ার ব্যবস্থার অনিশ্চয়তা বা কোথায় কোন হোটেল বা রেস্টুরেন্ট ভাল আছে কি না তাও জানা সম্ভব হয় না যদি না কেউ সেই জায়গায় থাকে। তহলে উপায়?
হ্যাঁ পাঠক কদিন আগেও তেমন উপায় ছিল না। কিন্তু সার্চ জায়েন্ট গুগল কি না পারে? তারা সাম্প্রতি রিলিজ করলো তাদের গ্রাহক সেবার নতুন অভিযানি “হোটেল ফাইন্ডার”। আপনি ঘরে বসেই যেকোন সময় আপনার চাওয়ামত শুধু সার্চ করেই জানতে পারবেন কোথায় কোন হোটেল-রেস্টুরেন্ট আছে। কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে সর্বপরি কোন হোটেলে থাকার জন্য আপনাকে কত টাকা গুনতে হতে পারে!! 😉
গুগলের নতুন এই সার্ভিসটি দেয় আপনি কোন হোটেল সার্চ করলে সেটি নিচের ছবির মত নিমিষেই তথ্য প্রদর্শন করবে…
একটি ব্লগ পোষ্টের মাধ্যমে জানানো হয় গুগলের এই সার্ভিসকে
‘Hotels by Travel Time’ নামে বলা হবে। এ সম্পর্কে গুগল বার্তা হলো, “The tool is still experimental and only available in cities where it has partnered with transit agencies to integrate their data into Google maps. This includes nearly all major cities in North America and Europe, and a growing number in Asia and Africa. This feature is not only for tourists. You might be travelling on business and want to make sure you can get to the office or that conference centre.”
গুগলের এই সেবাটি উপভোগ করতে আপনাকে তাদের হোটেল ফাইন্ডার সার্ভিস পেজ থেকে বিস্তারিতভাবে সব কিছু সার্চ করতে জানতে পারবেন। কোন তারিখে বিশ্বের কোন হোটেলের কতটি রুম বুকিং এবং কতটি খালি আছি তাও জানতে পরবেন। আপনি যদি কোন ফাইভ স্টার হোটেলে উঠতে ইচ্ছুক হন তবে সেই স্টার সার্কল অনুযায়ী হোটেল বুকিং দিতে পারবেন।
তাইলে আর দেরি কেন, প্রিয়জনদের নিয়ে আজই ভ্রমনে বেড়িয়ে পড়ুন। 😛
আজ এ পর্যন্ত!
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। 🙂