আগামী ৩-৫ মার্চ ২০১৬ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ প্রাঙ্গনে আয়োজিত হবে গিগাবাইট জি১ গেমিং কনটেস্ট ২০১৬। উক্ত গেমিং প্রতিযোগিতায় একক ইভেন্ট হিসেবে থাকছে ফিফা ১৬, এনএফএসএমডব্লিউ ও স্ট্রীট ফাইটার ভি। অন্যদিকে, দলগত ইভেন্ট হিসেবে থাকছে কল অব ডিউটি ৪। সিঙ্গেল ইভেন্টে অংশগ্রহনের জন্য এন্ট্রি ফি ৫০০ টাকা এবং দলগত ইভেন্টের এন্ট্রি ফি ২৫০০ টাকা। তবে ক্লাব জি১ মেম্বারদের জন্য এই ফি যথাক্রমে ৩০০ টাকা এবং ১৫০০ টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রায় ১৭০,০০০ টাকার পুরষ্কার প্রদান করা হবে। বিস্তারিত: https://www.facebook.com/groups/clubg1gaming.