এসব প্রাণীদের সম্পর্কে বিশ্বাস করবার কোন কারণ নেই। তারা কোনকালে ছিলও না, আসবেও না। কিন্তু তাও এদের গল্প শুনতে ভালো লাগে। কারণ, আমরা গল্প ভালোবাসি। অস্তিত্ব থাকুক কিংবা নাই থাকুক, এদের সম্পর্কে জানলে নিজেদের কাছেই প্রশ্ন করি। সত্যিই? এরা আসলেও ছিল?
এদের নিয়েই সিরিজ আকারে আপনাদের জন্য আয়োজন। আজকে লেখা হল অরকেনেই এর জীব ফিনফোক নিয়েঃ
ফিনফোকঃ
অরকেনেই এর রুপকথায় বলা হয়েছে ফিনফোক হচ্ছে এক ধরণের সামুদ্রিক জাদুকর। তাদের শরীরের পরিবর্তন এবং নানা ধরণের অতিমানবীয় গুণের জন্য তারা বিখ্যাত। “ফিনফোকহিম” নামক একটি শহরে তাদে বসবাস। এই শহরটি হচ্ছে সাগরের অতলে যেখানে মানুষ প্রবেশ করতে পারে না। তাদের যখন ইচ্ছে হত তখন তারা সাগরের নিচ হতে ওপরে উঠে আসত এবং মানুষের বসতিতে হামলা করত। তারা কুখ্যাত মানুষ অপহরণ করবার কারণে।

তারা মানুষকে অপহরণ করত জোরপূর্বক তাদের স্বামী বা স্ত্রী বানানোর জন্য। অসহায় মানুষগুলো সারাজীবন তাদের বন্দীশালায় বন্দী থাকত, কখনোই তাদের মুক্তি হতো না।
অরকেনেই দ্বীপে ফিনফোককে আর দেখা যায় না। ওখানকার স্থানীয় মানুষজন বিশ্বাস করেন যে, পৃথিবীতে খ্রিস্টান ধর্ম আসবার পর ফিনফোকদের আর দেখা পাওয়া যায় না।
সূত্রঃ Toptenz.net