পুরো বিশ্বে এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ এক্সপি। তবে এর ব্যবহারকারীগন বেশিরভাগ ক্ষেত্রেই এর উপর বিরক্ত। এরর ম্যাসেজ এমনি একটি বিরক্তিকর বিষয়, যা এক্সপি ব্যবহারকারীদের প্রায়ই দেখতে হয়। উইন্ডোজ এক্সপি ব্যবহারের সময় যখনই কোন সমস্যা দেখা দেয়, তখনই এটি ‘Send an Error Report to Microsoft’ এই লেখা সহ একটি উইন্ডো দেখায়।
কাজের সময় যখন এই ধরনের মেসেজ আসে তখন একটু বিরক্ত লাগাটাই স্বাভাবিক। তাই আপনি ইচ্ছে করলে খুব সহজেই, মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এই বিরক্তকর মেসেজ থেকে মুক্তি পেতে পারেন।
যেই ভাবে মেসেজটি বন্ধ করবেন:
১। My Computer থেকে রাইট ক্লিক করে সিস্টেম Properties খুলে নিন।
২। Advanced Tab এ ক্লিক করে, Advanced Tab টি Active করে নিন।
৩। Error Reporting বাটন এ ক্লিক করুন। ফলে নতুন একটি Window আসবে।
৪। Disable Error Reporting নির্বাচন করে ok করুন। পুনরায় ok করুন।
কাজ কিন্ত শেষ। এত ছোট্র একটি কাজের জন্য আর দেরি কেন এখনই করে ফেলুন।
কম্পিউটার সম্পর্কিত পোস্ট গুলো দারুণ কাজে লাগছে। অনিক ভাইয়াকে ধন্যবাদ।
ভাইয়া বিষয়টা পুর্বেই জানা ছিল। নতুনদের কাজে আসবে, ধন্যবাদ।
many thanks bro
Thanks
কাজের টিপস। ধন্যবাদ অনিক ভাই।
thanks bro this topics are very important for all pc users. write other topics in future. take care
its really helpful.. write again