ওয়ার্ডপ্রেসের আকাশছোয়া জনপ্রিয়তার অন্যতম একটি কারন হচ্ছে যথেস্ট মানসম্মত অনেক থিম পাওয়া যায় যেগুলো একেবারেই ফ্রী। ওয়ার্ডপ্রেস দিয়ে দারুন একটি ব্লগ, পোর্টফোলিও, নিউজ সাইট ইত্যাদি তৈরি করে ফেলা যায় কোন টাকা না খরচ করেই। আর ফ্রী থিম ছাড়াও অনেক প্রিমিয়াম থিম রয়েছে যেগুলো আপনার প্রায় সকল চাহিদা পুরন করতে সক্ষম। তাই বলে ফ্রী থিমকে কম গুরুত্ব দেয়ার কোন মানে হয়না। ইন্টারনেটে অনেক জনপ্রিয় ব্লগ রয়েছে যেগুলো ফ্রী থিম সম্পাদনা করে তৈরি করা হয়েছে। এই পোস্টেও থাকছে কিছু ফ্রী ওয়ার্ডপ্রেস থিম যেগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে।
অনেক ভালো লাগলো। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
্কাজে লাগবে ভাই … 😉
তাই নাকি? 😉
ভাই আপনার দেয়া থিম ইন্সটল করলাম কিন্তু মেনু দেখাচ্ছে না আমি একেবারেই নুতন মানুষ একটু হেল্প করবেন কি?
ভাইয়া আমার একিট ভল্গক সাইট আেছ, আিম িক ভােব এই িটম গুলা েস কােন ইনস্টল করব।আমােক বলেবন িক?
ভাই আজাইরা রিলোড টা বন্ধ কইরা দেন। এইটা বড়ই বিরক্তিকর, এটার জন্য আপনার ব্লগ পড়তে ইচ্ছা হয় না।
Web2Feel এর থীম গুলোয় কোন একটা প্রবলেম আছে। ব্যবহারের কয়দিন পর গুগল সাইটকে এটাক সাইট হিসেবে লিস্ট করে।
কোনটা ডাউনলোড করমু বুঝতাছিনা। তবে আপনার কাছে একটি রিকুয়েষ্ট যদি টেকটিউন্সএর মত কোন থিম থাকে তাহলে শেয়ার করতে ভূলবেন না।