করপোরেট থিম দিয়ে সাধারনত বিভিন্ন ছোট বড় কোম্পানী অথবা ওয়েব সার্ভিস প্রদানকারী সাইট তৈরি করা হয়। পোর্টফোলীয় তৈরির ক্ষেত্রেও এই ধরনের থিম ব্যবহার করা যায়। ব্লগ, ম্যাগাজিন এর জন্য শত শত থিম ফ্রী পাওয়া গেলেও এ ধরনের থিম সাধারনত তেমন পাওয়া যায় না। হঠাৎ করেই বেশ কিছু ফ্রী করপোরেট ওয়ার্ডপ্রেস থিম পেয়ে গেলাম ইন্সপায়ারড ম্যাগ ব্লগে। ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের থিমগুলো কাজে লাগবে বলে আশা করছি।
সুন্দর সুন্দর করপোরেট ওয়ার্ডপ্রেস থিম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই। তবে এখানের “সিম্পল ফোলিও” টেম্পলেট টি পার্সোনাল পোর্টফোলিও টেম্পলেট 😛
হুম… পোর্টফোলিও থিম হিসেবেও এগুলো ব্যবহার করা যায়। ধন্যবাদ।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ।
ইমতিয়াজ ভাইয়া বরাবরের মত আসাধারন পোষ্ঠ ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই।
খুবই সুন্দর থিমগুলো………. আপনাকে অনেক ধন্যবাদ…………..
[অফটপিকঃ ভাইয়া আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে কোন থিম সেটআপ দেওয়ার পর থিমগুলোতে বাংলা লেখা খুবই ছোট আসছে। যদিবলদেন যে বাংলা লেখা গুলোর সাইজ কীভাবে বড় করবো তাহলে অনেক অনেক উপকার হতো। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম…………. ধন্যবাদ]
এটা সিএসএস এর মাধ্যমে পরিবর্তন করতে হবে। থিম এডিটর এ গিয়ে style.css এ যান। সেখানে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি ইত্যাদি দেখতে পাবেন। সেখান থেকে ফন্ট বড় করে দিলেই হবে।
আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব তার ভাষা খুজেঁ পাচ্ছি না…….. 😉
বাংলা ভাষায় দিলেই হবে 😆
আচ্ছা ঠিক আছে সাধু বাংলাতে দিচ্ছি………. আপনাকে অসংখ্য ধন্যবাদ মহাদয়………. 😆 🙄 8)
W o W
কেউ কি suffusion থিমটি ব্যবহার করেছেন? অসাধারণ এই থিম আমার দেখা সবচেয়ে ব্যবহারবান্ধব। আমার ব্লগে আমি এটা ব্যবহার করছি।
বস download করা প্রবলেম
কিন্তু থিমগুলো দারুন……………
কয়েকটি অসাধারন করপোরেট ওয়ার্ডপ্রেস থিম : বিজ্ঞান ☼ প্রযুক্তি
afjsgdkpme
[url=http://www.g5r37ia36qf481je8wva6xr721g5f02cs.org/]ufjsgdkpme[/url]
fjsgdkpme http://www.g5r37ia36qf481je8wva6xr721g5f02cs.org/
I love you very very good articles published Thank you let me see such a good article, I will continue to pay attention to
replica watches
that’s pre delivery and also also the wind it manually full acceleration will need to regarding the maximum to gain thirty secs an average of.
hello
it’s good posting.
康軒
hello
that’s good posting.
南一版
hello
it’s nice posting.
下學期