এই তো আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ড। এর মানে হচ্ছে, ২০১৬ সালে সারা পৃথিবীতে কোন স্মার্টফোন, গাড়ি, ভিডিও রেকর্ডার কিংবা ক্যামেরা সেরা হতে যাচ্ছে তা আমরা জানতে পারব কিছুদিনের মধ্যেই।
এ বছর ১৪টি প্রধান ক্যাটাগরীর মাঝে বিবেচনা করে পুরস্কারটি দেয়া হবে। এদের মাঝে নতুন কিছু মুখ যোগদান করেছে এবং কিছু আছে যারা গতবছরের মত এবছরও দাপটের সাথে নিজেদের সেরাটা ভোক্তাদের দিতে পেরেছে।
২০১৬ সালের সেরা ক্যামেরার দৌড়ে যেসব ক্যামেরাগুলো এগিয়ে আছে তা হচ্ছে, ফুজিফিল্ম-এক্স টি২ এবং ক্যানোন ইওএস ৫ডি, মার্ক ৪ ইত্যাদি। ভোক্তাদের সুবিধা, স্বাচ্ছন্দ্য ও বিবেচনার কথা চিন্তা করে এই নমিনেশন তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ নভেম্বর, লন্ডনে। এখনি চোখ রাখতে চাইলে যেতে পারেন EE Pocket-lint Gadget Awards 2016 hub এই ঠিকানায়।
তো, সেরার মুকুট কে পড়তে যাচ্ছে বলে আপনার ধারণা?
সূত্রঃ pocket-lint.com