কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নিয়োগ করতে ২ হাজার কর্মী ছাঁটাই যাচ্ছে আউটসোর্সিং জগতের বৃহৎ প্রতিষ্ঠান ক্যাপিটা। রোবট নিয়োগের প্রবণতা শুরু হলে শিগগিরই ১০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে বলে এক খবরে জানিয়েছে গার্ডিয়ান।
কর্পোরেট ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা ভালো জমছে না ক্যাপিটার। ফলে কোম্পানি ও টাকা বাঁচাতে অন্তত ২ হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে তারা। এতে যে টাকা বাঁচবে তা দিয়ে তারা রোবট কিনে কাজ চালাবে।
সূত্রের খবরে প্রকাশ, রোবট নিয়োগের এই প্রবণতা বাড়লে এর প্রভাব পড়বে শিক্ষকতা, সামাজিক সেবা, পুলিশ প্রশাসনসহ নানা পেশায়। এতে বেকার হয়ে পড়তে পারেন অন্তত ১০ লাখ মানুষ।
ভুলভ্রান্তি কম হওয়া ও দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশায় মানুষকে পরিহার করে বিভিন্ন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটে ঝুঁকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।