আশা ম্যান্ডেলা দা “ব্ল্যাক রুপাঞ্জেল” গত ২০০৮ সালের ওয়ার্ল্ড রেকর্ড ধারি মহিলা। গত ২৫ বছর আগে তিনি ত্রিনিদাদ অ্যান্ড টবেগো থেকে নিউওয়ার্কে আসেন এবং তখন থেকেই তার চুল বড় করার চেষ্টা শুরু হয়। প্রথম দিকে তিনি কল্পনাও করতে পারেনি যে তার চুল এতো লম্বা হবে। বর্তমানে পৃথিবীতে তিনিই একজন মানুষ যার চুল এতো বড়।
ম্যান্ডেলা তার চুল সপ্তাহে ১ দিন পরিষ্কার করে, অবাক করা ব্যপার হল তার চুল পরিষ্কার করতে পুরোপুরি ৬ প্যাক(বোতল) শ্যাম্পুর প্রয়োজন হয়। তার ভেজা চুলের ওজন কতো হতে পারে, কোন ধারণা আছে কি আপনাদের? পুরো ২৫ পাউন্ড, অর্থাৎ প্রায় ১২ কেজি।
ম্যান্ডেলার ডাক্তার তাকে বলেছে, এই অতিরিক্ত ওজন বহন করার কারনে ইতিমধ্যে তার মেরুদণ্ডের হারের সমস্যা দেখা দিয়েছে। ভবিষ্যতে যদি তিনি এমন অতিরিক্ত ওজন বহন করতে থাকে তবে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তবে ম্যান্ডেলার বক্তব্য, তিনি কখনোই তার চুল ছোট বা কাটবেন না। উল্টো তিনি তার চুল আরও বড় করার সিধান্ত নিয়েছেন।