অবশেষে বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার সাইট যাত্রা শুরু করল। “এবার ঘরে বসে হোন ডেভেলপার” এই স্লোগান নিয়ে বাংলায় শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ সাইটটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ সাইটে যেসব বিষয়ের পূর্নাঙ্গ টিউটোরিয়াল আছে-
- এইচটিএমএল (HTML)-৩৪ টিরও বেশি টিউটোরিয়াল
- সিএসএস (CSS)-২১টিরও বেশি টিউটোরিয়াল
- এক্সএমএল (XML) পূর্নাঙ্গ ধারনা
- জাভাস্ক্রিপ্ট (javascript)-প্রায় ২৫টি
- পিএইচপি এডভান্সড এবং প্রাথমিক (Basic & Advanced PHP) ২৭ টিরও বেশি
- পিএইচপি ফ্রেমওয়ার্ক -কোডইগনাইটার(PHP Framework-CodeIgniter) পূর্নাঙ্গ ধারনা
- ডেটাবেস (SQL)১৫ টিরও বেশি
- MySQL এবং PHP ৯টিরও বেশি
- ডোমেইন নাম এবং হোস্টিং (Hosting) ৭টিরও বেশি
- ফটোশপ প্রাথমিক এবং এডভান্সড (Photoshop advanced+Basic)প্রায় ২০ টি
সাইটের অন্যতম আকর্ষন হলো এর ফোরাম। কোন টিউটোরিয়াল পড়ে বুঝতে না পারলে এই ফোরাম ব্যাবহার করে সাহায্য নেয়া যাবে। পূর্নাঙ্গ এই বাংলা ফোরামটিতে যেকেউ সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবেন।
সাইটটির ঠিকানা www.webcoachbd.com
বিজ্ঞানপ্রযুক্তি সাইটের মডারেটরদের ধন্যবাদ। 🙂
আমি এইমাত্র ওয়েভ ডেভেলপার সম্মধেএ পরলাম | আশা করি ভাল শিখতে পারব |
এই উদ্যোগের জন্য আপনাদেরকে অভিনন্দন। এখান থেকে শিখতে পারবো বলে আশা করছি।
ধন্যবাদ তথ্যটি সবার সাথে শেয়ার করার জন্য। তবে আমি এই সাইট টি সম্পর্কে গত সপ্তাহে জানতে পারি।
আপনার এর উদ্যোগ কে স্বাগত জানাই । আমার মতো নবীন ওয়েব ডিজাইনার দের কাজে আসবে।
আপ নার এ উদ্যোগকে ধ ন্যবাদ। আমি স তব্র যোগ দিব। ড আজিজুর রহমান
ধন্যবাদ রেজওয়ানুল আলম ,
সাইটটি দেখলাম , ভালো উদ্দোগ। স্বাগত জানাই ।
thanks to all
আপনাকে ও ধন্যবাদ এমন একটি সাইট করার উদ্যোগ নেবার জন্য। আমরা মানে সাবাই সত্যি খুবই উপকৃত হবে আপনাদের এই সাইটের টিউটোরিয়াল গুলো পড়ে।
page open হচ্ছে না ভাই। prob কি?
কোন্ পেজ খুলছেনা?আমি এখন পর্যন্ত কোন সমস্যা পাইনি।
default page open হচ্ছে।
http://www.webcoachbd.com/cgi-sys/defaultwebpage.cgi
🙁
এড্রেসবারে www. এইটুকু বাদ দিয়ে টাইপ করুন অর্থ্যাৎ webcoachbd.com
অথবা প্রক্সি সার্ভার দিয়ে দেখতে পারেন http://www.pagewash.com এ গিয়ে http://www.webcoachbd.com টাইপ করুন।
এরকম আপনার কম্পিউটারের system cache এর কারনে হচ্ছে এটা সাইটের কোন সমস্যা নয়।অন্যভাবেও এর স্থায়ী সমাধান করা যায় যেমন cache সব মুছে ফেলে,ব্রাউজার রিইনস্টল করে ইত্যাদি।
www বাদ দিয়ে কাজ হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
আশা করি আপনার site টি সময়ের সাথে আরও সম্রিদ্ধ হবে। advance লেভেলের এরকম বাংলা site খুবই দরকার।
আপনার সাফল্য কামনা করছি।
আপনার হোষ্টিং এ আইপি ব্লক করে।যে কারনে আপনার সাইট দেখা যাচ্ছে না।এটা আপনার হোষ্টিং এর দোষ আমাদের কম্পিউটার অথবা ব্রাউজারে নয়
ভাই আমাদের তো কোন সমস্যা হচ্ছে না। আপনি মনে হয় হাই ট্রাফিক লোডের সময় সাইটে গিয়েছিলেন। তাই হয়তো পেইজ ওপেন হচ্ছিলো না।
অনেক অনেক ধন্যবাদ। এমন একটা সাইট অনেক দিন থেকে খুজছিলাম। খুব ভালো লাগছে।
airokom ekta site ta-e onek dhore kujcilam. Ai site er shate jara kaj korsen sobaike n apnake specially thanks.
arekta kotha, programming java, C, n C++ Shekar kuno bangla site er naam jana thakle janaben.
awesome. Nothing but u deserve the praises.
@খালিদ,MaChPhEE, এনাম
🙂 ধন্যবাদ
ভাল একটা সাইত, অনেকেরই কাজ আসবে 🙂
খুব ভাল সাইট অনেক অনেক ধন্যবাদ।খুব ভালো লাগছে।এর সময় আমার http://www.pchelpline24.com সাইট দেখে আসুন।
খুব ভাল সাইট ,এটা সবার জন্য খুবই প্রয়োজন।আমি অনেক দিন ধরে এমন একটা সাইট খোঁজ করছিলাম।এটা আমার খুব ভাল লাগছে।আমি চাই আপনি আমাদের নতুন নতুন পোস্ট উপহারে দিবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,আর সময় পেলে আমার কম্পিউটার বিষয়ক বাংলা সাইট http://www.pchelpline24.com ভুবনেঘুরে আসুন