ওয়ার্ডপ্রেস সম্মন্ধে আমরা সকলেই এখন জানি। ওয়ার্ডপ্রেস বর্তমানের একটি সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার। আর এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ব্যাপক হারে। কারণ, এই বৈশিষ্ট্যগুলো এতোই চমৎকার যে, যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য। অনেকেই পড়েছে, আমিও পড়েছি তাই বলছি। যাইহোক, ওয়ার্ডপ্রেস নিয়ে অন্যকথা না বলি এখন। এখন কাজের কথায় আসা যাক।
আমরা সকলেই ওয়ার্ডপ্রেস তো ব্যবহারকরতে পাই কিন্তু ওয়ার্ডপ্রেসের গোপনীয় টিপস্ কয়জনই বা জানি? তাই না? হ্যাঁ, তাই। কারণ, আমরা সকলেই ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। তাই জানি না। ডেভেলপারেরা সধারণত এই ধরণের বিষয়গুলো জেনে থাকে। তাই আমি আপনাদের সঙ্গে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডপ্রেসের গোপনীয় টিপস্ শিখিয়ে দেব।
আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে গিয়ে সেটিংস অপশন থেকে আলাদা আলাদাভাবে সকল সেটিংস খুঁজে বের করে তারপরে ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয় সেটিংস করি। কিন্তু, এমনটা যদি হতো যে, এক যায়গাতেই সকল প্রয়োজনীয় সেটিংস পাওয়া যেত তাহলে তো আর কষ্ট করে অন্য কোথাও গিয়ে খুঁজে খুঁজে সেটিংস করতে হতো না। তাই না?
আমি একটা সেটিংস খুঁজে পেয়েছি যেটি কিনা একসাথে ওয়ার্ডপ্রেসের যত ধরণের সকল সেটিংস এক সংগে দেখাবে। আর অন্য কোথাও আপনাকে যেতে হবে না আপনার প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে। নিজের ইচ্ছামতো সেটিংস করুন খুব কম সময়ে এবং অনেক গোপনীয় সেটিংসও। আমার দেওয়া নিচের কোডটুকু লক্ষ্য করুনঃ
http://yourblog.com/wp-admin/options.php
উপরের এই কোডটুকু কপি করে আপনার ওয়েব ব্রাউজারে পেষ্ট করে দিন। আর লাল রঙ করা চিহ্নিত স্থানে অবশ্যই আপনার ওয়েবসাইটের ঠিকানাটি বসিয়ে দিন। অবশ্য এটি করার আগে আপনি প্রথমে আপনার ওয়ার্ডপ্রেসের এ্যাডমিন প্যানেলে লগ-ইন করে নিন। তারপরে আমার দেওয়া নিচের স্ক্রীনশটটির মতো একটি নতুন পেজ আসবে। যেখানে আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের সকল কাংখিত সেটিংস একসাথে।
এখন আপনি আপনার ইচ্ছামতো ও প্রয়োজনীয় সেটিংসগুলো একসাথে করতে পারবেন। এতে করে আপনার অনেক সময়ও বেঁচে যাবে আশাকরছি। তো আর দেরি কেন? এখনই আমার এই সুন্দর টিপস্টি কাজে লাগান। আর পোষ্টটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানান। তাহলেই শুধু আমি স্বার্থক আপনাদের সাথে শেয়ার করে। আশাকরি যে, পোষ্টটি সকলেরই অনেক উপকারে আসবে। ভালো থাকবেন সবাই। 🙂
সত্যি! জানতাম নাতো। ভালো লাগলো টেষ্ট করে দেখেছি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। টেষ্ট করে দেখেন।
দারুন জিনিসতো! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
মারাত্নক…বেশী জোস! ধন্যবাদ 🙂
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
চরম জিনিস ব্রাদার…
আমি দেখলাম আসলে ই কাজের…
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যেন এ ধরণের আরো কাজের জিনিষ আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি।
চরম!!!!!!!! চরম !!!!!!! চরম !!!!! 😀
ধন্যবাদ!!!!!!!!! ধন্যবাদ!!!!!!!!! ধন্যবাদ!!!!!!!! 🙂
valo
ধন্যবাদ।
অনেক সুন্দর হইছে ভাই
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।
ধন্যবাদ……উপকারী পোস্ট।
আমার একটা প্রশ্ন ছিল। আমি যদি আমার সাইটের কোনো ইউজার পোস্ট প্রথমে মডারেটর দ্বারা টেস্ট করিয়ে তারপর পোস্ট করতে চাই তাহলে কি করতে হবে?