আপনি কি একটি ট্যাবলেট কেনার কথা ভাবছেন? কিন্তু কনফিউসড, কারন বাজারে এতো এতো ট্যাব’এর মধ্যে থেকে কোনটা বেছে নিবেন! আবার ট্যাবের কনফিগার কেমন চান তার সাথে বাজেটের মিল থাকবে কিনা ইত্যাদি সব মিলিয়ে সেই এক অবস্থা।
তো চলুন আজকে আপনাদের সাথে এ বছর অর্থাৎ ২০১৫ সালের সেরা ৫টি ট্যাবের পরিচয় করিয়ে দেই। আর আপনি যদি সত্যি একটি ট্যাব কেনার কথা ভেবে থাকেন তবে এই পোস্টটি পড়া আপনার জন্য অতীব জরুরী!
তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই এ বছরের সেরা ৫টি ট্যাব-
Samsung Galaxy Tab S 8.4 –
সুরুর দিকে এই ট্যাবটির দাম অনেক বেশী হলেও বর্তমানে কমে আসছে। সুপার এ্যমলেড ডিসপ্লে সাথে হাই কনফিগার। সব মিলিয়ে অসাধারন এক ট্যাব। আছে ফিঙ্গার প্রিন্ট, ইনফ্রারেড, ওয়াইফাই সহ দারুন সব ফিচার যেটি আপনি আইপেডও পাবেন না।
এক নজরে দেখুন মুল বৈশিষ্ট্য-
- ডিসপ্লে ৮.৪ ইঞ্চি
- প্রসেসর অক্টাকোর
- র্যাম ৩ জিবি
- স্টোরেজ ১৬ জিবি
ট্যাবটির কিনফিগার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে!
iPad Air 2-
অ্যাপেল নামের অপরেই অনেকের দুর্বলতা কাজ করে আর কেনই বা করবে না। এর আউটলুক, পারফমেন্স, গুনগত মান প্রায় সবই অসাধারন। অনেকেই তো আবার প্যাসেন থেকে আইপেড কেনার ইচ্ছা পোষণ করে।
আইপ্যাডের কিছু মুল বৈশিষ্ট্য-
- ডিসপ্লে ৭ইঞ্চি ২০৪৮X১৫৩৬
- অ্যাপেল ৭ সিপিইউ
- ক্যামেরা ৮ মেগাপিক্সেল
- আইওএস ৮.১
বিস্তারিত আরও জানতে ঘুরে আসতে পারেন এই লিংক থেকে।
Nvidia Shield Tablet-
এবছরের সেরা গেমিং ট্যাবের কথা বলতে গেলে এটির কথাই সবার আগে বলতে হবে। পাওয়ারফুল এনভিডিয়া কে১ প্রসেসর দিবে আপনাকে অসাধারন গেমিং অভিজ্ঞতা, চাইলে এক্সট্রা কন্ট্রোল’ও লাগিয়ে নিতে পারবেন। ৮ইঞ্চি এইচডি ডিসপ্লে সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সব মিলিয়ে দুর্দান্ত এক ট্যাব।
কিছু মুল বৈশিষ্ট্য-
- সুপার ফাস্ট এনভিডিয়া কে১ ২.২ গিগাহার্জ প্রসেসর
- ৮ ইঞ্চি ১৯২০X১২০০ রেজুলেশনের এইচডি ডিসপ্লে
- সাথে আছে গেমস কন্ট্রোল
ট্যাবটি সম্পর্কে বিস্তারিত আরও জানতে ঘুরে আসতে পারেন এখান থেকে।
Amazon Fire HD 6-
কমদামে অনেক ভালমানের ট্যাব অ্যামাজন অনেক আগে থেকেই দিয়ে আসছে আর তারই ধারাবাহিকতায় বাজারে এসেছে ফায়ার ৬ নামের নতুন একটি ট্যাব। বাজেট বান্ধব এই ট্যাবে আপনি যা যা পাচ্ছেন-
- ৬ ইঞ্চি ১২৮০X৮০০ পিক্সেল ডিসপ্লে
- মিডিয়া টেক কোয়াড কোর প্রসেসর
- ফায়ার ওএস
আরও জানতে দেখুন এখানে।
Surface Pro 3-
মাইক্রোসফটের এক অসাধারন সৃষ্টি সার্ফেস প্রো৩। যেটি কিছুদিন আগেই বাজারে এসেছে এবং ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে বেস আগ্রহ দেখা যাচ্ছে এটা নিয়ে। আমরা কিছুদিন আগে সার্ফেস প্রো৩ নিয়ে একটি বিস্তারিত রিভিউ প্রকাশ করেছিলাম যেটি এখানে যেয়ে দেখে আসতে পারেন।
এক নজরে সার্ফেস প্রো৩’র কিছু মুল বৈশিষ্ট্য-
- ডিসপ্লে ১২ ইঞ্চি ২১৬০X১৪৪০ পিক্সেল ডিসপ্লে।
- প্রসেসর ইন্টেল কোর আই ৩/৫/৭
- ম্যাগনেটিক কীবোর্ড (অপশনাল চাইলে খুলে বা লাগিয়ে রাখতে পারেন)
বিস্তারিত আরও জানতে ঘুরে আসতে পারেন আমাদের এই পোস্ট থেকে।
তাহলে আজকের মতো এই পর্যন্ত। আগামিতে আরও নতুন নতুন রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ!
ও আর হ্যাঁ, আপনি যদি নিদিষ্ট কোন ট্যাব, স্মার্টফোনে বা ল্যাপটপ নিয়ে রিভিউ পড়তে চান তবে আমাদের জানান। আমরা আপনার দেয়া লিস্ট অনুযায়ী একের পর এক পোস্ট দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ 🙂 !