প্রায় ৯৭% ব্যাবসা প্রতিষ্ঠানই লোকাল জন সাধারনের সাথে ব্যবসা করে থাকে। মূলতঃ পন্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতেই বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ক্রেতার খুব কাছে এসে দোকানটি দিয়ে থাকে। ইন্টারনেটের বিজ্ঞাপন প্রতিষ্ঠান গুলো সাধারনতঃ অনলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজনের ক্রেডিট কার্ডের বেচা কেনাকে প্রাধান্য দেয়। প্রকৃত অর্থে একটা ছোট প্রতিষ্ঠান যারা একটি ভৌগোলিক সিমারেখায় তাদের ব্যাবসা পরিচালনা করে এবং সার্ভির দিয়ে থাকে তাদের জন্য কী-ওয়ার্ড ভিত্তিক বিজ্ঞাপন চলে আসলে বিজ্ঞাপন দাতার যেমন বেশি টাকা খরচ হয় তেমনি ক্রেতাও কেনাকাটা করা বা পন্যটি প্রাপ্যতার বেপারে অনিশ্চিত থাকে।
বিশ্বের সেরা বিজ্ঞাপন প্রতিষ্ঠান গুগল চালু করলো এলাকা ভিত্তিক বিজ্ঞাপন সেবা। গুগলের একটি ব্লগে প্রকাশিত খবরে জানা যায়, ২৫ অক্টোবর থেকে স্যান ফ্রানসিসকো, হোস্টন ও সিকাগোতে এই সেবা পরিক্ষামূলক চালু করা হয়েছে।
মূলতঃ একটি সুনির্দিষ্ট এলাকা গুগল ম্যাপ থেকে সিলেক্ট করে দেওয়া যাবে ফলে সেখানকার ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে পেয়ে যারে সেই এলাকার বিজ্ঞাপন।
মূলতঃ ফেসবুকের এলাকা ভিত্তিক বিজ্ঞাপনের ব্যাপক সারা মিলে এবং সেটা গুগলের নতুন সার্ভিসের জন্য একটি বাস্তব উদাহরণ।
এ বেপারে একটা কথা বলি, বাংলাদেশের যারা যারা বাংলা ব্লগ বানিয়েছে তাদের অনেকেই বিজ্ঞাপন বসাতে পারছে না তার কারন হিসেবে বালা যায় বাংলাদেশে অনলাইন ব্যাংকিং তেমন জোরালোভাবে চালু না থাকায় লোকাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুব কম সংখ্যক বিজ্ঞাপন দেয়। গুগলের এই সার্ভিস সারা বিশ্বের জন্য চালু হরে হয়তো বাংলা সাইটগুলোর বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উম্মুক্ত হতে পারে। তা ছাড়া যে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে বেচা কেনা না করে তারা তাদের কাছাকাছি ক্রেতাদের উৎসাহিত করতে সারাসরি ওয়েব মালিকের কাছে না গিয়ে হয়তো গুগলের দ্বারস্থ হবে।
স্যান ফ্রান্সিসকো যাবো ভাবছিলাম… গিয়ে আর রেস্টুরেন্ট খুঁজতে হবে না 🙂 ধন্যবাদ মাহবুব ভাই।
হুম
সুন্দর ব্যবস্হা চালু করতে যাচ্ছে , মাহবুব ভাইকে খবরটা দেয়ার জন্য ধন্যবাদ
খুবি উপকারি একটি ব্যবস্হা…… কিন্তু আমি কি আমার মোবাইল এর ম্যাপ এ এটা দেখতে পারবো ?