বাংলাদেশ এখন কোয়াটার ফাইনালে তাই সবার মধ্যে বিরাজ করছে চরম এক আনন্দর আনুভুতি। ইনশাআল্লাহ্ বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। আগামিতে আমাদের সামনে আছে আরও একটি খেলা। তবে আমরা যথেষ্ট আশাবাদী, আমারা এবারো জিতব। অনেকেরই অফিস থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন খেলাটি টিভির সামনে বসে দেখা হয়না। তবে আফসোস করার কিছু নেই। কারন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু চমৎকার ওয়েব সাইট। আপনি যদি ইন্টারনেট’এ বসে লাইভ খেলা দেখার মজা পেতে চান তবে উক্ত লিংক গুলো অবশ্যই আপনার কাজে দেবে। সবচেয়ে মজার ব্যাপার হল এই, আপনার যদি নেট কানেকসন অনেক নিম্ন গতির হয়ে থাকে তারপরেও এই লিংক গুলো ব্যবহার করে খেলা দেখতে পারবেন।
আর কথা না বাড়িয়ে নিচে কিছু টিভি চ্যানেল এর তালিকা দিলাম। আশা করি সবাই বেশ মজা করে আগামী ম্যাচ টি উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ও আর একটি কথা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, দোয়া করতে ভুলবেন না যেন 🙂 !
1. Star Sports- Channel লাইভ দেখতে কিক্ল করুন
2. PTV Sports Channel লাইভ দেখতে কিক্ল করুন
3.Ten Cricket Channel লাইভ দেখতে কিক্ল করুন
4. NeoPrime Channel লাইভ দেখতে কিক্ল করুন
আমি ব্যক্তিগত ভাবে রেকমেন্ড করছি Star Sports- Channel. বাকি চ্যানলে গুলোও যথেষ্ট ভালো।