প্রতি বছর বিভিন্ন কোম্পানী নতুন হাজার হাজার পন্য এবং সেবার পেটেন্ট করে থাকে। এর মধ্যে খুবই অল্প কিছু পন্য পৃথিবীর মুখ দেখতে পায়। কম্পিউটার এবং মোবাইল জায়ান্ট এপল গত বছর মোট ৫৬৩টি প্যাটেন্ট করেছে। এদের মধ্যে রয়েছে বেশ কিছু মজার ও সম্ভাবনাময় পন্য যেগুলো হয়তো ম্যাকবুক, আইপড, আইফোন এর মত তুমুল জনপ্রিয়তা অর্জন করতে পারে। অনেকের ধারনা ভবিষ্যত প্রযুক্তির জন্য এই প্রযুক্তিপন্য গুলো বেশ সম্ভাবনাময়।
এ বেপারে এপল এর প্যাটেন্ট এক্সপার্ট বলেন,
“Many have asked me why I think that Apple is more innovative than others. I usually answer that question the same way each time. I’m not sure that they are on a technical level. The difference is that Apple has an inspired leader and CEO who, for decades, has had a real vision of where technology should go.”
সাম্পতিক সময়ে এপলের বেশ কিছু পণ্য প্রযুক্তি বাজারে বেশ ঝড় তুলেছে। আর নিচের প্রযুক্তিগুলোর বেপারে আপনার মতামত কি?
এক. আই বাইক
আই ফোনের মাধ্যমে বাই সাইকেল পরিচালানা ও চলন্ত অবস্থায় গ্রুপ ভিত্তিক যোগাযোগের জন্য আই সাইকেল।
দুইঃ ওয়ান্ড রিমোট
এপল টিভির জন্য তারা এই প্যাটেন্টটি করেন। মূলতঃ মিডিয়াকে বিভিন্ন সুবিধাজনকভাবে দেখা ও পরিচালনার জন্য এই প্রযুক্তি
তিনঃ সৌর আইফোন
এই প্রযুক্তিটি এমন ভাবে এগিয়ে যাওয়ার চিন্তা করা হয় যাতে এলসিডি ডিসপ্লেতেই বিদ্যুৎ উৎপাদিত হবে।
চারঃ টাচ স্ক্রিন আই ম্যাক
ডেস্কটপ মনিটরকেই টাচস্ক্রিন মনিটরে রুপান্তরিত করার প্রচেষ্টা।
পাঁচঃ আই তালা 😛
আই ফোন দিয়ে ঘরের ও গাড়ির তালা খোলার প্রযুক্তি নিয়েও এপলের মাথা ব্যাথা কম না।
ছয়ঃ আই হেডফোন
আর কিছু নয়, সাধারন একটি ব্লুটুথ হেডফোন।
সাতঃ শেয়ারযোগ্য এপ্লিকেশন
একই এপ্লিকেশন বন্ধুবান্ধব মিলে ব্যবহার করার প্রযুক্তি। এপ্লিকেশনটি থাকবে অনলাইনে এবং আপনার বাছাইকৃত ব্যক্তিরাই সেটা ব্যভহার করতে পারবে।
আটঃ আই ফটোগ্রাফী
এই ক্যামেরার প্রযুক্তিটা বড়ই মজার। ছবি দোলার সময় দরকার মতো ছড় ল্যান্স যুক্ত হয়ে যাবে আপনার ক্যামেরার বর্তমান ল্যান্সের সাথে।
নয়ঃ প্রজেক্টর ল্যাপটপ
এপলের ল্যাপটপের সাথে এবার প্রোজেক্টরও থাকতে পারে।
বেশ মজার প্যাটেন্ট…… তবে এগুলো তৈরি হলে এপলের আরো হাসির পাত্রে পরিনত হত।
হাসির পাত্র হবে কেন? এগুলাতো মাত্র পেটেন্ট করা হইলো, এরপর আস্তে আস্তে তৈরি করা হবে। আমার প্রজেক্টর ল্যাপটপটা দরকার…
হাসির পাত্রে আরও পরিণত কেন হবে একটু ব্যাখ্যা করলে সুবিধা হত…কম্পিউটারের অনেক ক্ষেত্রের কিছুতেই এপল কাজ করছে অনেকটা পথ প্রদর্শকের মত এবং অন্যরা যথারীতি তাদের অনুসরণ করছে এবং করবে বলা যায়।
আমিতো কিছুই বুঝলাম না।
“চমৎকার”
শেয়ার করার জন্য ধন্যবাদ।
বানানে আজব কিছু ভুল দেখলাম যেগুলো আপনার পোস্টে আগে চোখে পড়ে নাই। যাই হোক, apart from that, পোস্টটা ভালো।
প্রজেক্টর ল্যাপটপ টা আমারো দরকার। তবে সনি ইতোমধ্যেই প্রজেক্টর ক্যামেরা বানিয়ে ফেলেছে। ল্যাপটপ তো আরো আগেই হওয়া উচিৎ ছিল।
ধন্যবাদ .Biggan o projukti থেকে মজার মজার তথ্য জানতে পারলাম ।
অসাধারন সব প্যাটেন্ট। হয়তো কোন একদিন আমরা এই সকল প্রযুক্তি ব্যাবহার করতে পারবো। পোষ্টের জন্য ধন্যবাদ।