নিজেদের এন্ড্রয়েড মোবাইলে যারা গেম খেলতে পছন্দ করেন, তারা চান একটু ভিন্নতা। কেউ কেউ ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছেন, আবার কেউ বা তাস পিটিয়ে যাচ্ছেন সমানে। তবে এদের চাইতেও একটু ভিন্নতা কেউ পছন্দ করেন। এড্রেনালিন রাশ বলতে একটি কথা আছে। সেটিই তারা পেতে চান গেমের মাধ্যমে।
শ্যাডো ফাইট ২ঃ
এটি একটি নিছক অ্যাকশনধর্মী গেম। প্রত্যেকের মাঝে নিনজা হবার একটি গোপন শখ নিজের মাঝে লালন করে থাকে। এই নিনজাদের নিয়ে নানা কার্টুন, ছবি বের হয়েছে। এই শ্যাডো ফাইট নামক গেমটিতে আপনাকে স্রেফ একজন নিনজা হয়েই খেলতে হবে। কৌশলে পরাস্ত করতে হবে প্রতিপক্ষকে।
গেমটি স্টাইলিশ, সুন্দর অ্যানিমেশন, শব্দও খুব সুন্দর। এক কথায় গেমটি আপনার মাঝে এনে দেবে এক উত্তেজনা।

গুগল প্লে স্টোরে গেমটি পাচ্ছেন বিনামূল্যে। তো আর দেরি কিসের?
সূত্রঃ androidauthority.com