এইচপি অল ইন ওয়ান কম্পিউটারে শীতকালীন অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। উক্ত অফারের আওতায় যেকোন মডেলের অল ইন ওয়ান কম্পিউটার কিনলেই কাস্টমারগন উপহার হিসেবে পাবেন একটি আকর্ষনীয় জ্যাকেট। বর্তমানে এইচপি’র যেসব অল ইন ওয়ান পিসি বাজারে রয়েছে সেগুলো হচ্ছে সি ০০১ এল পেন্টিয়াম কোয়ার্ড কোর পিসি, আর ২২৫এল কোর আই থ্রি পিসি, আর২২৬এল কোর আই ফাইভ পিসি এবং কিউ ১৬৮ ডি কোর আই সেভেন টাচ পিসি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ উল্লেখিত অল ইন ওয়ান পিসিগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৩৮০০০ টাকা, ৪৮০০০ টাকা, ৫৮০০০ টাকা এবং ৯৩০০০ টাকা।