ওপেন সোর্স ভিত্তিক সম্পূর্ন বিনামূল্যে ব্যাবহার, বিতরন, সম্পাদনাযোগ্য কম্পিউটারের অপারেটিং সিষ্টেম হল লিনাক্স ভিত্তিক উবুন্টু এর কথা অনেকেই শুনে থাকবেন। প্রতিনিয়ত হালনাগাদকৃত এই অপারেটিং সিষ্টেমটি সাধারন ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরী করা হলেও সার্ভারের ক্ষেত্রে এর অবস্থান সবার উপরে। সবচেয়ে মজার ব্যাপার হল এই অপারেটিং সিষ্টেমটি ব্যবহার বা পূনর্ব্যবহার করতে পারছেন সম্পূর্ন বৈধ ভাবে। উবুন্টূর অনেকে ব্যবহারকারীই হয়তো ১৮ মাস পূর্বে বের হওয়া উবুন্তুর ৯.১০ ভার্শনটি ব্যবহার করছেন এখনো।

Ubuntu-9.10-তো সেই ২৯ অক্টোবর ২০০৯ এ বের হয়ার ভার্শনের সহায়তা সেবা এবার শেষ হতে চললো অফিশিয়ালি।  তাদের সিকিউরিটী মেইলিং লিষ্ট এর এনাউন্সমেন্ট থেকে জানা যায় এপ্রিল মাসের ২৯ তারিখ ই হবে এই ভার্শনের জন্য শেষ সেবা। তাই এখনি সময় এর পরবর্তী ভার্শনে আপগ্রেড হবার। নতুন ভার্শন হতে পারে উবুন্টু ১০.০৪ অথবা ১০.১০ ভার্শনে। অবশ্য বাজারে খুব শীঘ্রই বেরুবে ১১.০৪ ভার্শন। যদিও এই ভার্শনের ও একটি বেটা ভার্শন এখনি বের হয়ে গেছে। তবে বেটা ভার্শন ইউজারদের ইউজ করার পরামর্শ দেওয়া হয়না, কারন এতে বিভিন্ন বাগে ভর্তি থাকতে পারে। তাই ষ্টেবল ভার্শন ব্যবহারই বেটার।

উবুন্টুর অফিশিয়াল আপগ্রেড নোট সম্বন্দে জানতে পারবেন এখান থেকে
পুরো নোটটি পড়তে পারেন উবুন্টুর অফিশিয়াল সাইট থেকে
আর উবুন্টু সম্বন্দে আরো জানতে পারবেন উইকিপিডিয়ায়

নোটঃ উবুন্টু কিন্তু তাদের শিপ ইট প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, তার মানে আপনি এখন আর বাসায় বসে সিডির ডেলিভারি অর্ডার করতে পারবেননা, তবে ইচ্ছে করলে আপনি তা ডাউনলোড করতে পারবেন। এর কারন হিসেবে তারা বলছে যখন তারা এই শিপ ইট প্রোগ্রাম চালু করেছে তখন থেকে এখন ইন্টেরনেট এর অবস্থা আরো উন্নত হয়েছে।। তবে তারা এও বলেছে লোকাল কমিউনিটির কাছে আপনি সিডি সংগ্রহ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here