বর্তমানে বেশিরভাগ মানুষ লিনাক্স এর দিকে ঝুকে পড়েছে। কারন লিনাক্স এখন আর সেই আগের লিনাক্স নেই। লিনাক্স এর এখন শক্তিশালী ব্যাবহার বান্ধব ইন্টারফেস রয়েছে।আর লিনাক্স কিনতে টাকা পয়শার প্রয়োজন হয় না এবং এটি লাইসেন্স ফ্রি সবাই কে বিতরন করা যায়, সোর্স কোড উন্মুক্ত। জনপ্রিয় লিনাক্স ইন্টারফেস ডিষ্ট্রো গুলো হলো- উবুন্টু, লিনাক্স মিন্ট, কুবুন্টু, ওপেন সুসি ইত্যাদি। এই পোষ্টে আমি উবুন্টু এর ব্যাবহার কারীদের জন্য উবুন্টু এর কিছু ই-বুক দিলাম। তবে এই ই-বুক গুলা ওয়েব এ বসে পড়তে হবে এবং কিছু কিছু ডাউনলোড ও করা যাবে।
Moving to Ubuntu Linux
The Official Ubuntu Book
Hacking Ubuntu
Ubuntu Hacks
Ubuntu Unleashed
Bash Guide for Beginners
FLOSS Manuals
Ubuntu Pocket Guide and Reference
আজ এই পর্যন্তই আগামীতে অন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আর হ্যা বই গুলো কাজে লাগলে মতামত দিতে ভুলবেন না যেন।
সবাইকে ধন্যবাদ।