নানা রকম সমস্যা ও সমালোচনায় জর্জরিত হলেও উইন্ডোজ এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এর মধ্যে বর্তমানে উইন্ডোজ সেভেন এবং এক্সপি জনপ্রিয়। এক্সপি এর চেহারা সাদামাটা হলেও ভিসতা এবং উইন্ডোজ সেভেন এর ভিজুয়াল স্টাইল যথেস্ট সুন্দর। তবে এরপরও অনেকে সন্তুস্ট নয়। আর তাদের জন্য রয়েছে বিভিন্ন থার্ডপার্টি ভিজুয়াল স্টাইল কাস্টমাইজেশন টুলস। এমনই একটি কাস্টমাইজেশন টুল হচ্ছে CustoPack। উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে সেভেন পর্যন্ত প্রায় সব ভার্সনের সাথে কম্প্যাটিটিবল।
কাস্টপ্যাক ইন্সটল করার পর আপনি সহজেই আইকন, কার্সর, ইমেজ, ভিজুয়াল স্টাইল, ফোল্ডার, ফন্ট, লগঅন স্ক্রীন, লগঅফ স্ক্রীন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এর কিছু কিছু ভিজুয়াল স্টাইল শুধুমাত্র উইন্ডোজ ৭ এর জন্য আবার কিছু কিছু ভিসতা এবং এক্সপি এর জন্য। ক্রিস্টাল এক্সপি ডট নেট এর CustoPack ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ইন্সটলেশন এবং ব্যবহার প্রক্রিয়া খুবই সহজ। তারপরও এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।
সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂
ট্রাই করে দেখি …… মনেতো হচ্ছে ফাটা-ফাটি একটা কিছু ……
সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ জনাব।
আশা করি আরও ভাল ভাল পোস্ট পাব !!!!!!!!
সুন্দর জিনিষ …
ভাই, এটা আনইনষ্টল করতে হয় কিভাবে, জানাবেন দয়া করে, আমি আনইন্সটল করলাম , তাতে আমার ডেক্সটপ আইকন গুলু কেমন যেন হয়ে গেল, আমাকে দয়া করে এটা আনইনষ্টলের নিয়ম টি বলবেন।
এমনটি হওয়ার কথা না। যাই হোক, আনইন্সটল করার প্রক্রিয়া এখানে দেখুনঃ http://www.custopack.com/en/how-uninstall-the-toolbar
ভাল লাগলো