Oncotarget নামের একটি জার্নালে সম্পরতি একট নতুন তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা বলছেন, ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেটের ধোঁয়া শরীরের জন্য নিকোটিনের চাইতেও ক্ষতিকর। এটি ই-সিগারেট সেবনকারীদের মুখের কোষে নানা ধরণের ক্ষতিসাধন করে থাকে।
শরীরের নানা ধরণের ক্ষতি সাধন করে ই-সিগারেটের ধোঁয়া। যেমন, মুখের লালায় কষ, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মুখের ক্যান্সার।

ই-সিগারেট হচ্ছে এমন এক ধরণের সিগারেট যা ব্যাটারির সাহায্যে চালনা করা হয়। সাধারণত ধূমপান সেবনকারীদের সিগারেটে থাকে তামাক যা ক্যান্সারের কারণ ঘটায়। যারা সিগারেট সেবন করতে চান না কিন্তু ধূমপান করতে চান, তাদের জন্য ই-সিগারেট। এতে বিভিন্ন ধরণের ফ্লেভার থাকে এবং “পাফ”এর মাধ্যমে একজন ধূমপায়ী ধূমপান করে থাকে। এই ফ্লেভার তরল পদার্থের রুপে থাকে এবং প্রতিটি পাফের সাথে তা ধোঁয়ার রুপে নির্গত হয়।
ই-সিগারেটে যদিও তামাক থাকে না, তবে এতে অতি অল্প মাত্রায় নিকোটিন থাকে। এছাড়াও এর মাঝে নানা ধরণের ফ্লেভার থাকার কারণে তা বেশি জনপ্রিয়।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর একটি গবেষণা মতে, কিশোর ও যুবকদের মাঝে ই-সিগারেট বেশি জনপ্রিয়। কারণ, এতে তামাক সেবন করা হয় না।
প্রচলিত ধূমপায়ীদের কাছে ই-সিগারেট সেবন করা অনেক নিরাপদ কারণ, ই-সিগারেটের যে সকল খারাপ গুণ রয়েছে যা সম্পর্কে এতোদিন অনেকেই জানত না। কিন্তু দীর্ঘস্থায়ী সেবন করবার ফলে ই-সিগারেট নানা ধরণের ক্ষতি সাধন করতে পারে শরীরের।
সূত্রঃ Medicalnewstoday.com