দেশের অন্যতম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এসএসএল ওয়্যারলেস এর মধ্যে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সকল প্রকার একাডেমিক ফি সংগ্রহ করতে পারবে।
চুক্তি অনুযায়ী শীঘ্রই ছাত্র-ছাত্রীরা অথবা অভিভাবকেরা এখন খুব সহজে ঘরেব সেই তাদের ডেবিটকার্ড/ক্রেডিটকার্ড/অনলাইনব্যাংকিং/মোবাইল ব্যংকিং ইত্যাদির মাধ্যমে একাডেমিক ফি সমূহ প্রদান করতেপারবেন।
ইস্টার্নইউনিভার্সিটি‘রপক্ষ থেকে ট্রেযারার জনাব মোঃসিদ্দিক হোসাইন এবং এসএসএল ওয়্যারলেস এর পক্ষ থেকে জনাব আশীষ চক্রবর্তী,চীফ অপারেটিং অফিসার এই চুক্তিটি স্বাক্ষর করেন।
এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটি এর পক্ষ থেকে প্রফ.ডক্টর আব্দুররব,উপাচার্য; প্রফ.ডক্টর হান্নান চৌধুরী, উপ-উপাচার্য;জনাব আবুল বাসার খান,রেজিস্ট্রার;জনাব মনিরুজ্জামান,ডিরেক্টর(ফিন্যান্স এন্ড একাউন্টস), জনাব আসিফ ইমরান,ডেপুটি রেজিস্ট্রার;জনাব আব্দুল করিম,ডেপুটি ডিরেক্টর(ফিন্যান্স এন্ড একাউন্টস);জনাব মোঃআব্দুল্লাহ আল মামুন, এসিস্টেন্ট ডিরেক্টর (আই টি প্রধান), জনাব শাহ মোঃ মাসুদ ইকবাল,এনালিস্ট;দিলিপ কুমারধর,এসিস্টেন্ট ডিরেক্টর আই টি;ফরহাদ ভুঁইয়া,এসিস্টেন্ট ডিরেক্টর আই টি;জনাব সাদিকা তানজিলা সিনিয়র প্রোগ্রামার এবং মিঃএমনাওয়াত আশেকিন- হেডঅবই-বিজনেস সহ আরও উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।